বিবাদ মিটিয়ে ফেলতে ওয়াকারের অনুরোধ

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
শহীদ আফ্রিদি ও গৌতম গম্ভীরের মধ্যে বিষের মতো তেতো একটা সম্পর্ক বর্তমান সেটি বিলক্ষণ জানেন ওয়াকার ইউনিস। সামাজিক যোগাযোগ মাধ্যম সেই সম্পর্কের কারণে একেবারে উথালপাথাল হয়ে ওঠে, সেটি তো দেখতেই পান পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান পেস বোলিং কোচ। তার ভাবনা, এমনটা আর চলতে পারে না, এতে ক্রিকেটেরই ক্ষতি হয়। তাই চাইছেন, দীর্ঘদিনের এই বাদ-বিসম্বাদ মিটিয়ে সম্পর্কটা স্বাভাবিক করে ফেলুন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও ভারতের সাবেক ওপেনিং ব্যাটসম্যান। আর সেই ২০০৭ সালে কানপুরে ভারত বনাম পাকিস্তান ওয়ানডে ম্যাচ থেকে আফ্রিদি ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ে শুরু এই অপ্রীতিকর সম্পর্কের। তারপর থেকে এখন পর্যন্ত দুজন বহুবার কথার যুদ্ধে জড়িয়েছেন। এটা নতুন মাত্রা পায় আফ্রিদির আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর। আত্মজীবনীতে আফ্রিদি গম্ভীর সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা লিখেছেন। যেটি ভালোভাবে নেওয়া সম্ভব হয়নি গম্ভীরের পক্ষে। সেই ক্ষোভই উগরে দিয়েছেন টুইটারের মাধ্যমে। আফ্রিদি বনাম গম্ভীর বাকযুদ্ধের সাম্প্রতিক পর্বটা মঞ্চস্থ হয়েছে আফ্রিদি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে কটূক্তি করেন। এটা আর ভালো লাগছে না ওয়াকারের। 'গেস্না ফ্যানসে'র টক-শো 'কিউ ২' তে ওয়াকার তাই বলেছেন, 'গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদির মধ্যে এই বাদানুবাদ অনেক দূর গড়িয়েছে। আমি মনে করি দু'জনকেই বিচক্ষণতার পরিচয় দিয়ে শান্ত হতে হবে। তাদের প্রতি আমার উপদেশ হবে, যদি সত্যিই তারা শান্ত হতে না পারে, তারা যেন পৃথিবীর যেকোনো জায়গায় বসে নিজেদের মধ্যে কথা বলে। সোশ্যাল মিডিয়াতে তোমরা দু'জনই যদি এটি চালিয়ে যেতে থাকো, মানুষ মজা পাবে, হাততালি দেবে। সুতরাং আমি মনে করি তাদের দু'জনকেই সুবুদ্ধির পরিচয় দিতে হবে। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে অনেকদিন দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ হয় না। প্রতিবেশী অথচ রাজনৈতিকভাবে বৈরী দেশ দুটি সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০১২-১৩ মৌসুমে। তারপর থেকে তাদের ক্রিকেট সম্পর্ক সীমিত হয়ে পড়েছে আইসিসি ও মহাদেশীয় ক্রিকেট সংস্থা আয়োজিত টুর্নামেন্টে। তবে বিশ্বজোড়া ক্রিকেট ভক্তরা সবসময়ই দুই দেশের ক্রিকেট সিরিজ পুনরুজ্জীবনের পক্ষে কথা বলে এসেছে। তারা চায় না দুই দেশের ক্রিকেট বোর্ড ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে বিশ্ব ক্রিকেটের অনন্য প্রতিদ্বন্দ্বিতা দেখা থেকে বঞ্চিত হতে।