সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৩ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মুমিনুলকে টি২০ দলে চান রিয়াদ ক্রীড়া প্রতিবেদক বর্তমানে টি২০ ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউলস্নাহ রিয়াদ। অন্যদিকে টেস্ট ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। দীর্ঘদিন ধরেই টি২০ দলে জায়গা পাচ্ছেন না মুমিনুল। তবে টেস্ট স্পেশালিস্ট তকমা পাওয়া এই ব্যাটসম্যানকে টি২০ দলে চান মাহমুদউলস্নাহ রিয়াদ। এক বেসরকারি টিভিতে লাইভ অনুষ্ঠানে কথা বলেন টাইগারদের টি২০ দলপতি। সেখানেই তিনি বলেন, 'অবশ্যই মুমিনুলকে দলে চাই। আমার কাছে মনে হয় টি২০ ফরম্যাটের বিবেচনায় সে অনেক এগিয়ে আছে। আগের চেয়ে ওর স্ট্রোক মেকিং অ্যাবিলিটি অনেক ভালো হয়েছে। এছাড়া শট রেঞ্জও অনেক ভালো হয়েছে।' রিয়াদ আরও বলেন, 'আমি মনে করি মুমিনুল অনেক বেশি সামর্থ্যবান। আমি বিশ্বাস করি, সে সুযোগ পেলে কাজে লাগাতে পারবে এবং এই ফরম্যাটেও নিজেকে প্রমাণ করতে পারবে।' মুমিনুলকে শুধু টেস্ট ফরম্যাটের জন্য বিবেচনা করা হয়। কিন্তু তিন ফরম্যাটের জন্যই তিনি আদর্শ একজন ব্যাটসম্যান হতে পারেন বলে উলেস্নখ করে রিয়াদ যোগ করেন, 'আমার কাছে মনে হয় মুমিনুল একজন পরিপূর্ণ ক্রিকেটার। সে টেস্ট, ওয়ানডে, টি২০ সব ফরম্যাটেই খেলতে পারে।' বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৪০টি টেস্ট, ২৮টি ওয়ানডে এবং ৬টি টি২০ খেলেছেন মুমিনুল। সাদা পোশাকে ৪০.৮৫ গড়ে ২ হাজার ৮৬০ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ২২.২৮ গড়ে ৫৫৭ রান সংগ্রহ করেন এই ব্যাটসম্যান। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে মুমিনুলের সংগ্রহ ৬০ রান। বর্ণবাদের শিকার হয়েছি আমিও বললেন ক্রিস গেইল ক্রীড়া ডেস্ক পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের ভিডিও চিত্র নাড়িয়ে দেবে যে কোনো বিবেকবানকেই। ঘাড়ে হাঁটুর চাপ দিয়েই ফ্লয়েডকে মেরে ফেলেছেন মিনিয়াপোলিস পুলিশ অফিসার ডেরেক চাওভিন। যে ঘটনায় তোলপাড় পুরোবিশ্বেই। খোদ যুক্তরাষ্ট্রেই চলছে বিক্ষোভের ঝড়। যার উত্তাপ এখন সবখানে। ক্রীড়াঙ্গনের তারকারাও সরব হয়েছেন বর্ণবাদী এই ঘটনার বিরুদ্ধে। যেখানে সংহতি প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে 'কৃষ্ণাঙ্গদের জীবনেরও মূল্য আছে' নামের ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনে সংহতি প্রকাশ করে গেইল বললেন, কালোদের জীবনেরও মূল্য আছে। ক্ষোভ উগড়ে দিয়ে তিনি ইন্সটাগ্রামে বলেছেন, 'বাকিদের জীবনের মতো কালোদের জীবনেরও মূল্য আছে। কালোরাও মানুষ। সব বর্ণবাদী মানুষ নিপাত যাক। কালোদের বোকা ভেবো না, কালোদেরও বলছি, নিজেদের ছোট করে দেখা বন্ধ করো।' বর্ণবাদ শুধু ফুটবলেই নয়, এর বিস্তার ঘটেছে ক্রিকেটেও। নিজের অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে গেইল আরও বলেছেন, 'বর্ণবাদ শুধু ফুটবলেই নয়, ক্রিকেটেও আছে। নিজের দলেও কালো বলে বিদ্বেষের মুখোমুখি হতে হয়েছে। তবে আমি কালো বলেই শক্তির আধার, কালো বলেই আমি গর্বিত।'