শ্রীলংকা সফরের সম্ভাবনা দেখছেন না তারা

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আগামী জুলাইয়ে শ্রীলংকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) কিছুদিন আগে জানিয়েছিল, বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারিত সূচিতেই আয়োজনে প্রস্তুত তারা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে শ্রীলংকা সিরিজ নিয়ে কোনো আশা দেখছে না। বৃহস্পতিবার) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ জানালেন তেমনটাই। শ্রীলংকায় করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফেরায় তারা অনুশীলন শুরু করেছে। জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সাহসও দেখাচ্ছে দ্বীপ দেশটি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রীলংকায় যাওয়ার খুব একটা সম্ভাবনা দেখছে না বিসিবি। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, 'বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই শ্রীলংকা যাওয়ার সুযোগ নেই আমাদের। পরিস্থিতি ভালো হলেই আমরা সিদ্ধান্ত নেবো। তবে প্রতিদিন যেভাবে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাতে করে আমি শ্রীলংকা সিরিজ নিয়ে কোনও আশা দেখি না।' দ্বীপ দেশ শ্রীলংকা অনুশীলনে ফিরছে বলেই বাংলাদেশকে যেতে হবে, এমনটা মনে করেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, 'ওদের দেশে হয়তো সমস্যা কেটে গেছে। কিন্তু আশপাশের সবদেশেই কিন্তু পরিস্থিতি ভয়াবহ। এই অবস্থায় আমাদের বোর্ড সভাপতিও (নাজমুল হাসান) জানিয়েছেন, এই মুহূর্তে শ্রীলঙ্কা সফর করা উচিত হবে না। এখন যদি হুট করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সরকার যদি আমাদের অনুমতি দেয়, তাহলে না যাওয়ার কোনও কারণ দেখি না।' এমন পরিস্থিতিতে কেন শ্রীলংকা সফরে যাওয়া কঠিন তবে এই বিষয়টি পরিষ্কার করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, 'ম্যাচ খেলার আগে যথেষ্ট প্রস্তুতির দরকার। টানা তিন মাস ঘরে থাকার পর হুট করে কোনো সফর করা কারো পক্ষেই কোনোভাবে সম্ভব নয়। আমাদের অনুশীলন শুরু করতে হলে কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর বিদেশি কোচদের দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর তারা কাজ করার সুযোগ পাবেন, যা দীর্ঘ প্রক্রিয়া। এই কারণেই আমার মনে হচ্ছে শ্রীলংকা সফরের কোনও সম্ভাবনা নেই।'