করোনা পরিস্থিতি

অক্টোবরে মাঠে ফিরছে জাতীয় ফুটবল দল

ফিফা ও এএফসির কর্মকর্তাদের আলোচনার পর অক্টোবরে বাছাইয়ের ম্যাচগুলো পুনরায় শুরুর প্রস্তাবিত তারিখ এএফসি তাদের ওয়েবসাইটে শুক্রবার জানিয়েছে।

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করেছে এএফসি। ফিফা ও এএফসির কর্মকর্তাদের আলোচনার পর অক্টোবরে বাছাইয়ের ম্যাচগুলো পুনরায় শুরুর প্রস্তাবিত তারিখ এএফসি তাদের ওয়েবসাইটে শুক্রবার জানিয়েছে। আর সে অনুযায়ী অক্টোবরে মাঠে ফিরতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল- বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। এএফসি তাদের ওয়েবসাইটে চারটি ম্যাচ ডে'র কথা উলেস্নখ করেছে। বিশ্বকাপও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২০২০ সালের মার্চ ও জুনে। কিন্তু সারাবিশ্বের করোনা পরিস্থিতির কারণে ম্যাচগুলো পিছিয়ে যায়। নতুন সূচি অনুযায়ী ম্যাচ ডে ৭ ও ৮-এর খেলা হবে যথাক্রমে আগামী ৮ ও ১৩ অক্টোবরে। ম্যাচ ডে ৯ ও ১০-এর খেলা মাঠে গড়াবে ১২ ও ১৭ নভেম্বরে। সব ঠিক থাকলে অক্টোবরেই আবারও মাঠে নামতে যাচ্ছে জামাল ভূঁইয়ার দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমরা জানি গত মার্চে ও জুনে ফিফাও এএফসির বাছাই পর্বের ম্যাচগুলো পিছিয়ে যায়। ফিফার সঙ্গে আলাপ আলোচনা করে তাদের অনুমতি নিয়ে ফিফার সিদ্ধান্ত অনুযায়ী সেই ম্যাচগুলো অক্টোবর ও নভেম্বরে আয়োজন করার একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এএফসি। সেটি আমাদের জানানো হয়েছে।' সোহাগ আরও বলেন, 'অক্টোবর ও নভেম্বরে পর্যায়ক্রমে বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অক্টোবরে আমাদের ম্যাচগুলো হবে ৮ ও ১৩ তারিখে। এরপর ১২ ও ১৭ নভেম্বর হবে পরবর্তী ম্যাচগুলো। প্রথমে আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলব। এরপর যথাক্রমে কাতার, ভারত এবং সর্বশেষ ম্যাচটি আমরা খেলব ওমানের বিপক্ষে। যেটি হোম ম্যাচ।' 'এএফসি চায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের রাউন্ড টু'-এর ম্যাচগুলো ২০২০ সালের মধ্যেই শেষ করতে। এরপর আগামী বছর মার্চ মাসে ফিফা উইন্ডোর পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে। এছাড়া তারা জানিয়েছে প্রতিনিয়ত তারা খেলোয়াড়, অফিসিয়াল, সমর্থক, স্টেকহোল্ডারদের নিরাপত্তার বিষয় ও চিকিৎসার মতো বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সিদ্ধান্তে কোনো পরিবর্তন এলে সেটি তারা অবহিত করবে।' যোগ করেন সোহাগ। নির্দেশনা পাওয়ার পর জাতীয় দল নিয়ে আগামী দিনের পরিকল্পনা শুরু করে দিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে সোহাগ বলেছেন, 'আমাদের ন্যাশনাল টিমস কমিটি কোচও জাতীয় দলের সঙ্গে আলোচনা করবে। অক্টোবরে করোনা পরিস্থিতি ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এবং ফিফা এএফসির সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচগুলো খেলা সম্ভব হবে। খুব শিগগিরই আমরা জাতীয় দলের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করব। এবং এ বিষয়ে আপডেট দিতে পারব।' বাছাই পর্বে বাংলাদেশ খেলছে গ্রম্নপ 'ই'তে। যেখানে তাদের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান। বাংলাদেশ ৮ ম্যাচের চারটি খেলেছে। বাছাইপর্বে চার ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের কাছে হেরেছে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঢাকায় কাতারের কাছে হেরেছে ২-০ গোলে। তৃতীয় ম্যাচে কলকাতায় ভারতের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। ৪২ মিনিটে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। নিশ্চিত জয় হাতছাড়া হয় ৮৮ মিনিটে গোল খেয়ে। চতুর্থ ম্যাচে ওমানের মাটিতে তাদের কাছে হেরেছে ৪-১ গোলে। ভারত ৫ ম্যাচের মধ্যে তিনটি ড্র করেছে। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে ৫ দেশের মধ্যে চারে। ৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আফগানিস্তান।