ক্রিকেটে হাতেখড়ি হওয়া রিয়াদের সেই মাঠ

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শৈশবের সেই প্রিয় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে সেলফি তুলছেন মাহমুদউলস্নাহ রিয়াদ -ওয়েবসাইট
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউলস্নাহ রিয়াদ। ময়মনসিংহ থেকে উঠে আসা রিয়াদ সম্প্রতি তার ক্রিকেটে হাতেখড়ি হওয়া মাঠের সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছেন। একই সঙ্গে মাঠটি নিয়ে নিজের আবেগময় কিছু স্মৃতিও জানিয়েছেন সাইলেন্ট কিলার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে রিয়াদ লেখেন, 'আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় সার্কিট হাউস মাঠে তোলা ছবিটি। আমার ক্রিকেট খেলার হাতেখড়ি এই মাঠেই। আমার ক্রিকেটের পথচলার শুরু এখান থেকেই। আমার মনে হয় ময়মনসিংহের সব ক্রীড়াবিদের জীবনের শুরু এই মাঠেই।' এই অলরাউন্ডার আরও লেখেন, 'যখনই ময়মনসিংহে আসি, এই মাঠে আমি অন্তত একবারের জন?্য হলেও যাই। তা সে দিন হোক অথবা রাত। কারণ এই মাঠের সাথে অনেক স্মৃতি, অনেক আবেগ জড়িত।' বর্তমানে এই মাঠে বেশ কিছু অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে জানিয়ে রিয়াদ যোগ করেন, 'এই মাঠের উন্মুক্ততা ময়মনসিংহের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে এই মাঠ ঘিরে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। উন্নয়নকে আমি স্বাগত জানাই এবং আমি আশা করি এই মাঠের উন্মুক্ততা ও ঐতিহ্য বজায় রেখে যথাযথ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে ইন্‌শালস্নাহ।'