বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা সহায়তা গ্রহীতাদের তালিকায় নেইমারের নাম!

ক্রীড়া ডেস্ক
  ০৭ জুন ২০২০, ০০:০০

বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। আয়ের দিক থেকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পরই আছেন তিনি। সেই নেইমার কি না পাচ্ছেন সরকারি কল্যাণ তহবিলের সাহায্য! তাও মাত্র ১২০ ডলার! করোনাভাইরাসের কারণে বর্তমানে সারাবিশ্বের জনজীবন বিপর্যস্ত। আর তাই দরিদ্র জনগণকে সাহায্য করার জন্য কিছু সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান সরকার।

নিম্ন আয়ের লোক যেমন পরিচ্ছন্নতা কর্মী, রাঁধুনিদের মতো লোকদের ১২০ ডলার করে দেওয়ার ঘোষণা দেয় তারা। সেখানে কেউ একজন নেইমারের নাম ঢুকিয়ে দিয়েছেন। এমন সংবাদই প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সংবাদে তারা লিখেছে, নেইমারের নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর দিয়ে সরকারি অনুদানের জন্য আবেদন করা হয়। এবং সরকারের তরফ থেকে তা অনুমোদনও দেওয়া হয়।

পরে বিষয়টি জানাজানি হলে তা বাতিল করেছে কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নির্দেশগুলো না পূর্ণ হওয়ায় 'মূল্যায়নের অধীনে' রয়েছে বলে লিখে রেখেছে তারা। এই বিষয়টি প্রসঙ্গে ইউওএলের একজন কর্মকর্তা জানিয়েছেন, 'অবশ্যই নেইমার নিজের সুবিধার জন্য এটা কখনোই করেননি। তবে কে বা কারা করেছে তা এখনো আমরা জানতে পারিনি।'

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখান নেইমার। সেখানে বার্ষিক প্রায় ৯৬ মিলিয়ন ডলার আয় করেন তিনি। এদিকে করোনাভাইরাসের কারণে পৃথিবীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দেশটিতে সবচেয়ে বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ১৮ হাজার ৫৫৪ জন আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৩৪ হাজার ৭২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101576 and publish = 1 order by id desc limit 3' at line 1