অনুশীলনে ফিরলেন মেসি

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বার্সার অনুশীলন ক্যাম্পে লিওনেল মেসি -ওয়েবসাইট
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ও এর ভক্তদের জন্য সুসংবাদ। চোট শঙ্কা কাটিয়ে মাঠের অনুশীলনে ফিরেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। শনিবার ঘরের মাঠ নু্য ক্যাম্পে কোচ কিকে সেতিয়েনের তত্ত্বাবধানে দলগত অনুশীলন করেছে বার্সা। বাকি সতীর্থদের মতো ৩২ বছর বয়সি মেসিও নেমেছিলেন মাঠে। তবে দলের সঙ্গে নয়, তিনি এককভাবে অনুশীলন সেরেছেন। মেসির মাঠে ফেরাটা বার্সার জন্য দারুণ স্বস্তির খবর হয়ে এসেছে। কারণ গেল মঙ্গলবার অনুশীলনের সময় ডান পায়ে হালকা চোট পেয়েছিলেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। এরপর থেকে তিনি ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করছিলেন জিমে। এতে লা লিগায় কাতালানদের ফেরার ম্যাচে তার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার খবর জানিয়েছিল কয়েকটি স্প্যানিশ গণমাধ্যম। আগের দিন বার্সাও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে দলের সেরা খেলোয়াড়ের চোটের বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে তারা জানায়, ঝুঁকি এড়াতে আইসোলেশনে থেকে বিশেষ ধরনের অনুশীলন করছেন মেসি এবং শিগগিরই তিনি পুনরায় দলের সঙ্গে যোগ দেবেন। করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস স্থগিত থাকা লা লিগা আবার মাঠে গড়াচ্ছে চলতি সপ্তাহে। বাংলাদেশ সময় আগামী ১৩ জুন দিবাগত রাত ২টায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মায়োর্কার মুখোমুখি হবে বার্সা।