রাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলেন তামিম!

ইস্টার্ন পস্নাজার সামনে ওরা আমাকে মাইক্রো থেকে নামিয়ে দেয়। আমি জিগ্যেস করি, কেন নামিয়ে দিচ্ছেন? ওরা বলে যে বিসিবির কোনো এক কর্মকর্তার সঙ্গে যেন যোগাযোগ করি। তখন আমি ভাইকে ফোন দেই। নাফিস ভাইয়া বলে, ওরা হয়তো তোকে দলে নেবে না। আমি তখন রাস্তায় ওই জায়গায় দাঁড়িয়েই কান্না করি

প্রকাশ | ০৮ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে যে কেউ নিজেদের দলে খেলাতে চাইবে। তবে ক্যারিয়ারে তিনিও পেয়েছেন হতাশার স্বাদ। দল না পাওয়ার কারণে মাইক্রো থেকে রাস্তায় নামিয়ে দেয়া হয়েছিল তামিমকে। এরপর সেখানে দাঁড়িয়েই কেঁদেছিলেন তিনি। এক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের সঙ্গে লাইভ আড্ডায় এ বিষয়ে কথা বলেন তামিম। সেখানে ঢাকা প্রিমিয়ার লিগে দল না পাওয়ার পর নিজের কান্নার কথা জানান দেশসেরা ওপেনার। এমনকি রাস্তার মাঝেই তাকে মাইক্রো থেকে নামিয়ে দেয়া হয়েছিল বলে জানান তিনি। এ বিষয়ে তামিম বলেন, 'তখন আসলে প্রিমিয়ার লিগে দল পেতে হলে আগে সাইনিং করতে হতো। সাইনিং করতে না পারলে সেই ক্রিকেটার আর ওই বছর খেলতে পারত না। প্রিমিয়ার লিগের আগে আমরা মাত্র একদিন সময় পেয়েছিলাম। কারণ আমাদের স্কটল্যান্ড থেকে আসা একটি দলের সঙ্গে চট্টগ্রামে ম্যাচ ছিল। আমার ভাই (নাফিস ইকবাল) একটি দলে সাইনিং করে চলে গেছে। আমাকে বলল তুইও যোগাযোগ কর।' বর্তমান ওয়ানডে অধিনায়ক আরও বলেন, 'আমরা ৫-৬ জন সাইনিং করতে যাওয়ার জন্য একটা মাইক্রোতে উঠলাম। কিন্তু ইস্টার্ন পস্নাজার সামনে ওরা আমাকে মাইক্রো থেকে নামিয়ে দেয়। আমি জিগ্যেস করি, কেন নামিয়ে দিচ্ছেন? ওরা বলে যে বিসিবির কোনো এক কর্মকর্তার সঙ্গে যেন যোগাযোগ করি। তখন আমি ভাইকে ফোন দেই। নাফিস ভাইয়া বলে, ওরা হয়তো তোকে দলে নেবে না। আমি তখন রাস্তায় ওই জায়গায় দাঁড়িয়েই কান্না করি।' তবে পরবর্তীতে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সহযোগিতায় ওল্ড ডিওএইচএস দলে সুযোগ পান তামিম। এরপর ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলেও জায়গা পান তিনি। এখন তামিমের নামডাক চারদিকে ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক দলেই খেলার আমন্ত্রণ পান তিনি। তবে দাঁড়িয়ে কাঁদার সেই ঘটনা ভুলতে পারেননি এই ব্যাটসম্যান। সেই বিষয় জানিয়ে তামিম বলেন, 'কয়েক বছর আগে আমি আবার ইস্টার্ন পস্নাজার সামনে যাই। তখন ওই জায়গাটায় আমি একটু দাঁড়িয়েছিলাম। চিন্তা করছিলাম ওইদিনের কথা।' করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই অসহায় মানুষদের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। দেশের নানাপ্রান্তের মানুষ থেকে শুরু করে দরিদ্র অ্যাথলেট, কোচ সবাইকেই সাহায্য করে যাচ্ছেন তিনি। মানবিক এই কার্যক্রমের পুরোটাই নিজের সঞ্চয়কৃত টাকা থেকে খরচ করছেন বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার। লাইভ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, 'আমি আসলে যেটা দিচ্ছি কিংবা দিয়েছি সবই আমার সঞ্চয় থেকে। কারো কাছ থেকে আমি টাকা নেইনি কিংবা চাইনি। তবে যারা এটা নিয়ে কাজ করছে আমার মনে হয় তারাও অসম্ভব ভালো কাজ করছে।' যতদিন সামর্থ্য থাকবে ততদিনই দেশের গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার চিন্তা হলো যতদিন আমি নিজে থেকে দিতে পারব ততদিন আমি দিতে থাকি। এরপর যখন আমি পারব না তখন অন্যদের থেকে সাহায্য নেয়ার চেষ্টা করব। এটা খুবই সাধারণ একটা ব্যাপার যে যতদিন পারব ততদিন দেব।' মানুষের পাশে দাঁড়ানোর এই শিক্ষা বাবা ইকবাল খানের কাছ থেকে পেয়েছেন বলে জানিয়েছেন তামিম। দেশের দুর্যোগে তামিমের মহানুভবতা সর্বক্ষেত্রে ব্যাপক প্রশংসা পেয়েছে।