কাতারে বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন

প্রকাশ | ০৮ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০২২ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্টেডিয়ামের নির্মাণ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছে স্বাগতিক দেশ কাতার। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, এই স্টেডিয়ামটি প্রস্তুত করতে আমিরাতিদের তিন বছর সময় ব্যয় করতে হয়েছে। সূচি অনুযায়ী, ২০২২ সালের ১৮ ডিসেম্বর এই এডুকেশন সিটি স্টেডিয়ামে আয়োজন করা হবে বিশ্বকাপের সেমিফাইনাল। তবে ছাড়পত্র পেতে দেরি হওয়ায় সেখানে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কাতার বার্তা সংস্থার রিপোর্টে বলা হয়, 'ডেলিভেরি ও লিগেসি বিষয়ক শীর্ষ কমিটি এবং কাতার ফাউন্ডেশন ২০২২ বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামটির প্রস্তুতি সম্পন্ন হওয়ার ঘোষণা দিয়েছে। চতুর্দিকে বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র পরিবেষ্টিত হওয়ায় এই শহরকে এডুকেশন সিটি নামকরণ করা হয়েছে। টুর্নামেন্ট শেষে ৪০ হাজার আসনবিশিষ্ট এই স্টেডিয়ামের অর্ধেক উন্নয়নশীল দেশের স্টেডিয়াম নির্মাণের জন্য দান করা হবে। বিশ্বকাপ শুরুর প্রায় আড়াই বছর আগে কাতার তাদের একেবারেই নবনির্মিত ৪০ হাজার আসনের আল-জনাব ও সংস্কারকৃত খালিফা আন্তর্জাতিক স্টেডিয়ামকে আয়োজক স্টেডিয়াম হিসেবে ঘোষণা করেছে। টুর্নামেন্টর জন্য নতুন ৫টি স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো চলমান আছে।