সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৮ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সৌরভকে নিয়ে স্বপ্ন দেখছেন কানেরিয়া ক্রীড়া ডেস্ক সৌরভ গাঙ্গুলির আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে কেবল গুঞ্জন চলছে। তাতেই স্বপ্ন দেখা শুরু করেছেন দানিশ কানেরিয়া। সাবেক পাকিস্তানি লেগ স্পিনার বলেছেন, সৌরভ আইসিসির চেয়ারম্যান হলেই নিজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন তিনি। এসেক্সের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১২ সালে কানেরিয়াকে আজীবন নিষেধাজ্ঞা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওই নিষেধাজ্ঞার প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) এই স্পিনারকে আজীবন নিষিদ্ধ করেছে। পরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে হেরে যান এই লেগ স্পিনার। সৌরভের আইসিসি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনায় এখন আবার আশায় বুক বাঁধছেন কানেরিয়া। ইন্ডিয়া টিভিকে বলেছেন তার ইচ্ছের কথা। 'হঁ্যা, আমি আপিল করব (সৌরভের কাছে)। আমি নিশ্চিত, সম্ভব সব উপায়ে আইসিসি আমাকে সাহায্য করবে।' ৩৯ বছর বয়সি সাবেক ক্রিকেটারের মতে, আইসিসির শীর্ষ পদের জন্য সৌরভ আদর্শ ব্যক্তি, 'সৌরভ দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। খেলার ছোট ছোট ব্যাপারগুলোও তিনি জানেন। এই পদের জন্য তার চেয়ে ভালো কেউ আর হতে পারে না।' ২৬১ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম টেস্ট স্পিনার কানেরিয়া নানা সময়ই অভিযোগ করেছেন, হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় নিজ দেশে তিনি অবিচারের শিকার হয়েছেন এবং যথেষ্ট সহায়তা পাননি। এবার তিনি বলেন, আইসিসি চেয়ারম্যান হতে পাকিস্তানের সমর্থন লাগবে না সৌরভের, 'ভারতকে দারুণ সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন সৌরভ, সেখান থেকে দলকে এগিয়ে নিয়েছেন এমএস ধোনি ও বিরাট কোহলি। আমার বিশ্বাস, আইসিসির প্রধান হলে তিনি ক্রিকেটকে সামনে এগিয়ে নেবেন।' অনুশীলনে ফিরলেন রশিদ-নবীরা ক্রীড়া ডেস্ক করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ছিলেন গৃহবন্দি। ঘরে বসে ফিটনেস ট্রেনিং করলেও ব্যাটিং-বোলিংয়ের সুযোগ ছিল না রশিদ খান ও মোহাম্মদ নবীদের। অবশেষে সে সুযোগও পাচ্ছেন তারা। আফগানিস্তানে করোনাভাইরাস পরিস্থিতি খুব ভয়াবহ না হওয়ায় মাঠে দলীয়ভাবে অনুশীলনের অনুমতি মিলেছে ক্রিকেটারদের। গতকাল রোববার থেকে কাবুল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে তাদের অনুশীলন। প্রায় এক মাসব্যাপী হতে যাওয়া এই ক্যাম্পে অংশ নেবেন শীর্ষস্থানীয় প্রায় সব ক্রিকেটার। যেখানে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্সের উন্নতির বিষয়টি জোর দেওয়া হবে। এই ক্যাম্পটি দলীয়ভাবে হলেও, মানা হবে আইসিসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফগানিস্তান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বিধিনিষেধ। এ বিষয়ে খেলোয়াড়দেরও দেওয়া হয়েছে দিকনির্দেশনা। আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানের পরবর্তী মিশন অক্টোবর-নভেম্বরে হতে যাওয়ার টি২০ বিশ্বকাপ। যদিও এটি এখন অনিশ্চিত। তবে এটি না হলেও ২১ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আসগর আফগানের দল। অনুশীলন ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড় তালিকা : আসগর আফগান, রহমানউলস্নাহ গুরবাজ, হযরতউলস্নাহ জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবী, নাজিবউলস্নাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, নবীন উল হক, শাপুর জাদরান, কাইস আহমেদ, মুজিব উর রহমান, আজমতউলস্নাহ ওমরজাই, সামিউলস্নাহ শিনওয়ারি, উসমান গণি, মোহাম্মদ শাহজাদ, সায়েদ শিরজাদ, দারউইশ রাসুলি, জহির খান, ফরিদ মালিক, হামজা হোতাক এবং শরাফুদ্দিন আশরাফ। পিএসজিতে ভালো আছে নেইমার-এমবাপে ক্রীড়া ডেস্ক দলবদলের বাজারে তারা 'হট কেক'। নেইমারকে ফেরাতে আগ্রহী বার্সেলোনা। অন্যদিকে কিলিয়ান এমবাপে রয়েছেন রিয়াল মাদ্রিদের রাডারে। সময়ের অন্যতম সেরা দুই তারকা খেলেন যেহেতু একই ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি), তাই তাদের দলবদলের আলোচনায় সবচেয়ে বেশি প্রশ্ন কিংবা আতঙ্কের মধ্যে থাকে প্যারিসের ক্লাবটি। যদিও নেইমার-বার্সেলোনার দলবদলের কোনো সম্ভাবনা দেখেন না তাদের ক্লাব সতীর্থ আন্দের এরেরা। কারণ দুজন সুখেই আছেন প্যারিসে। গত মৌসুমে পার্ক ডু প্রিন্সেস ছাড়তে চেয়েছিলেন নেইমার। বার্সেলোনাও তার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু পিএসজির সঙ্গে সমঝোতায় পৌঁছতে না পারায় ভেস্তে যায় আলোচনা।