নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর স্থগিত

সিরিজ স্থগিত করে দেওয়াই হবে সবচেয়ে উপযুক্ত। আমরা বুঝতে পারছি যে, দুই দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য এটা হবে ভীষণ হতাশার। এক্ষেত্রে দুই দেশের সমর্থকদের কথাও উলেস্নখ করতে হয়। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ বুঝতে পারা ও মেনে নেওয়ায় এনজেডসিকে ধন্যবাদ জানাতেই হবে। -নিজাম উদ্দিন চৌধুরী, বিসিবির প্রধান নির্বাহী

প্রকাশ | ২৪ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অনেকগুলো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ স্থগিত হয়ে গেছে। সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি। আগামী আগস্টে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। পরবর্তীতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের ব্যাপারেও একমত হয়েছে দুই পক্ষ। আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি ছিল নিউজিল্যান্ডের। ম্যাচগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের তিনটি সিরিজ স্থগিত হলো। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, বর্তমান বাস্তবতায় সিরিজ স্থগিত করে দেওয়াই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করেছে দুই বোর্ড, 'কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায়, আগামী আগস্টে একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করা প্রস্তুতির দিক থেকে খুবই চ্যালেঞ্জিং হবে। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও সংশ্লিষ্ট অন্যদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না।' 'এই পরিস্থিতির আলোকে বিসিবি ও এনজেডসি মনে করেছে, সামনের দিকে তাকিয়ে সিরিজ স্থগিত করে দেওয়াই হবে সবচেয়ে উপযুক্ত। আমরা বুঝতে পারছি যে, দুই দেশের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য এটা হবে ভীষণ হতাশার। এক্ষেত্রে দুই দেশের সমর্থকদের কথাও উলেস্নখ করতে হয়। তবে এই সিদ্ধান্তের পেছনের কারণ বুঝতে পারা ও মেনে নেওয়ায় এনজেডসিকে ধন্যবাদ জানাতেই হবে।' বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এর আগে পাকিস্তান ও ইংল্যান্ড সফরে যাওয়া হয়নি টাইগারদের। এই সিরিজ দুটির মতো স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। চলতি মাসে দুটি টেস্ট খেলতে আসার কথা ছিল তাদের। বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দেওয়ায় এপ্রিলেই তারা সিরিজ স্থগিত করে। আর আয়ারল্যান্ড সফর স্থগিত করে বাংলাদেশ। করোনার কারণে ঝুলে আছে বাংলাদেশের আসন্ন শ্রীলংকা সফরও। জুলাইয়ে তিন টেস্টের সিরিজ খেলতে মুমিনুল-মুশফিকদের যাওয়ার কথা শ্রীলংকায়। সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত শ্রীলংকা। দেশটি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তবে বাংলাদেশ এখনো অনুশীলনই শুরু করতে পারেনি। ১৭ মার্চ থেকে বন্ধ বিসিবির ক্রিকেটীয় কার্যক্রম। পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে সিরিজ খেলতে না গেলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের এশিয়া কাপ অথবা অক্টোবর-নভেম্বরের টি২০ বিশ্বকাপ পর্যন্ত। যদিও এসিসি ও আইসিসির দুটি টুর্নামেন্ট হবে কি না সে সিদ্ধান্তও ঝুলে আছে। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ ছিল সেটি। টিম টাইগার্স কবে মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।