বিশ্বকাপ ফাইনালের ফিক্সিং তদন্তে নামছে আইসিসি

প্রকাশ | ২৪ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ফিক্সিংয়ের ব্যাপারে বরাবরই কঠোর অবস্থানে থেকেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটে ফিক্সিং বন্ধে দুর্নীতি দমন বিভাগ (আকসু) তৈরি করেছে সংস্থাটি। সম্প্রতি ২০১১ বিশ্বকাপ ফাইনালে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন শ্রীলংকার সাবেক ক্রীড়ামন্ত্রী। এবার এই অভিযোগের বিষয়ে তদন্তে নামছে আইসিসি। ভারতে অনুষ্ঠিত ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। সাঙ্গাকারা-মাহেলাদের হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিল ধোনির ভারত। এই ম্যাচে শ্রীলংকা ইচ্ছে করে হেরেছে বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। কিছুদিন আগে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে আলুথগামাগে বলেন, ভারতের কাছে ম্যাচটি বিক্রি করে দিয়েছে শ্রীলংকা। তবে এই ফিক্সিংয়ের সঙ্গে হয়তো ক্রিকেটাররা সরাসরি জড়িত নেই। তার এমন অভিযোগ উড়িয়ে দেন সেই ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এছাড়া সেই ম্যাচে সেঞ্চুরি করা মাহেলা জয়াবর্ধনে এসব কথাকে সার্কাসের অংশ হিসেবে উলেস্নখ করেন। এমনকি সেখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গন্ধও দেখছেন বলে জানান তিনি। তবে এই ব্যাপারে এবার মুখ খুলেছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে এই ব্যাপারে তারা তদন্ত করবে। আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে এই ব্যাপারে মহিন্দানন্দের সঙ্গে কথা বলা হবে। তিনি বলেন, 'আমরা প্রথমে তার (মহিন্দানন্দ) সঙ্গে কথা বলে দেখব। যদি দেখি এখানে সন্দেহজনক কিছু রয়েছে তবে অবশ্যই বিস্তারিত তদন্ত করে দেখা হবে।'