ভালো খেলা উপহার দিতে মুখিয়ে আছেন তপুরা

প্রকাশ | ২৪ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ও এএফসি কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ হতে যাচ্ছে আগামী অক্টোবর ও নভেম্বরে। সে লক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডের সঙ্গে আরও দু'বছরের চুক্তি সেরে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের নিয়মিত ফুটবলাররা জানালেন দেশের জন্য নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছেন তারা। আর সেটি করতে হলে দরকার দলীয় অনুশীলন। বাফুফেকে যত দ্রম্নত সম্ভব ক্যাম্প শুরু করে দেওয়ার তাগিদ দিয়েছেন তপু-বিশ্বনাথরা। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ বলেন, 'আমরা জানি এএএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বের চারটি ম্যাচের ফিক্সচার তৈরি এবং অক্টোবর-নভেম্বর মাসে মাঠে খেলা গড়াবে। আমি আশা করি দ্রম্নতই আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।' ভালো ফলাফল করতে ট্রেনিং ক্যাম্পের বিকল্প নেই বলেই মনে করেন অভিজ্ঞ এই ডিফেন্ডার, 'ক্যাম্প শুরু হলে আমরা দলবদ্ধভাবে ভালো ট্রেনিং করতে পারব। সেখানে ট্যাকটিকস এবং টেকনিক নিয়ে কাজ হবে। ক্যাম্প দ্রম্নত শুরু হলে আমরা জাতীয় দলের ম্যাচে গিয়ে ভালো খেলব। আর ভালো খেলতে পারলে দর্শকরা আমাদের সমর্থন দিতে মাঠে আসবেন। দর্শকদের ভালো খেলা উপহার দিতে খেলোয়াড়রা মুখিয়ে আছে, তাই যথাসম্ভব দ্রম্নত জাতীয় দলের ক্যাম্প শুরু করার আহ্বান জানাই।' জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ ফুটবল অনুরোগীদের উদ্দেশ্য করে বলেন, 'আসছে এএফসি ও বিশ্বকাপ বাছাই পর্বের চারটি ম্যাচের তিনটিই আমাদের হোম ম্যাচ। আর একটি অ্যাওয়ে ম্যাচ। ঘরের মাটিতে আপনারা সবাই মাঠে এসে আমাদের সমর্থন দিবেন উৎসাহিত করবেন। আমরা যেন ভালো করতে পারি।' তপুর মতোই দ্রম্নত ক্যাম্প শুরু করার জোড় দাবি জানিয়েছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। তিনি বাফুফের প্রতি যথাসম্ভব দ্রম্নত জাতীয় দলের ক্যাম্প শুরু করার মাধ্যমে খেলোয়াড়দের প্র্যাক্টিসে ফেরার এবং ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে বলেন, 'বিগত সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে। যে সুযোগ সুবিধা দিয়েছে। আমি আশা করব সেটি যেন অব্যাহত থাকে। দেশের বাইরে গিয়ে যেভাবে আমরা ট্রেনিং করতাম আগে। আমরা যেন সেভাবে করতে পারি। যত দ্রম্নত সম্ভব জাতীয় দলের ক্যাম্পটা যাতে শুরু হয়। তাহলে দেশের জন্য আমরা ভালো করতে পারব।' জাতীয় দলের নিয়মিত মিডফিল্ডার সোহেল রানা বলেন, 'ঘরের মাটিতে সবাই আমাদের উৎসাহ দিবে সেই আশাই করছি। দ্বিতীয়বারের মতো আমাদের দলে কোচের দায়িত্বে জেমি ডে। এটা খুবই ভালো খবর। আশা করছি তার অধীনে বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে আমরা আমাদের সেরা পারফরম্যান্সটা উপহার দিতে পারব।' ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন বলেন, 'বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো আবার মাঠে গড়াবে। ভাবতেই খুব ভালো লাগছে। দেশের মাটিতে আমরা পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চাই।' বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো অনুষ্ঠিত হবার কথা ছিল গত মার্চ এবং চলতি মাসে। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে ম্যাচ স্থগিত করতে বাধ্য হয় ফিফা। বাকি চার ম্যাচের তিনটিতে বাংলাদেশ ঘরের মাটিতে খেলবে আফগানিস্তান, ওমান ও ভারতের বিপক্ষে। একমাত্র অ্যাওয়ে ম্যাচটি বিশ্বকাপের স্বাগতিক দল কাতারের বিপক্ষে।