ভারত-পাকিস্তান সিরিজ চান শোয়েব

প্রকাশ | ২৫ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সেই ২০১২ সালে ভারত-পাকিস্তানের মধ্যে হয়েছিল দ্বিপক্ষীয় সিরিজ। সে সময় টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে সংক্ষিপ্ত এক সফরে ভারতে এসেছিল পাকিস্তান ক্রিকেট দল। এরপর দুই দলকে মুখোমুখি হতে দেখা গেছে শুধু আইসিসির কোন ইভেন্টে। মূলত রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ পাক-ভারত লড়াই। দ্রম্নত সেটা ঠিক হোক চাইছেন এ দুই দেশের ক্রিকেট ভক্তরা। এবার সে সুরেই কথা বললেন পাক অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি আহ্বান জানিয়েছেন, যত দ্রম্নত সম্ভব প্রতিবেশি দুই দেশের মধ্যে দ্বিক্ষীয় সিরিজ হোক। কেন ভারত-পাকিস্তান সিরিজ দ্রম্নত মাঠে গড়ানো দরকার। সে ব্যাখ্যা মালিক দিয়েছেন পাকিস্তানের পাকপ্যাসন ডট নেট নামের এক ওয়েবসাইটকে, 'আমি মনে করি ক্রিকেটের যেমন অ্যাশেজকে দরকার তেমনি এই লড়াইটাও (ভারত-পাকিস্তান সিরিজ) খুব করে প্রয়োজন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া কি অ্যাশেজ সিরিজ ছাড়া টেস্ট ক্রিকেটের কল্পনা করতে পারে? দুটি সিরিজই তো একইরকম আবেগ ও তীব্রতা নিয়ে খেলা হয়। আর দুটোরই কী সমৃদ্ধ ইতিহাস। আমরা যে এখন খেলছি না সেটি খুবই দুঃখজনক।' ভারতের জামাই শোয়েব আরও বলেন, 'আমার পাকিস্তানি বন্ধুরা যখন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কথা বলে তাতে শ্রদ্ধা ও প্রশংসাই থাকে। একইভাবে আমি ও আমার পাকিস্তানি সতীর্থরা যখনই ভারতে খেলতে গেছি ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এ কারণেই আমি চাই যত দ্রম্নত সম্ভব মাঠে ফিরুক এই দ্বৈরথ।'