মাশরাফির ভাইও করোনায় আক্রান্ত

প্রকাশ | ২৫ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মোরসালিন বিন মর্তুজা
মাশরাফি মুর্তজার করোনাভাইরাসে আক্রান্তের খবর আসে শনিবার। এর মাত্র দুদিন পরই (মঙ্গলবার) জানা গেল প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। খবরটি নিশ্চিত করেছেন মোরসালিন নিজেই। করোনাকালে বড় ভাই মাশরাফির সঙ্গে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলেন মোরসালিন। সাবেক অধিনায়কের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর মোরসালিন ভিত ছিলেন করোনা আক্রান্ত হওয়া নিয়ে। এ কারণে সোমবার পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার বিকালে সেই পরীক্ষার ফলে জানা গেছে, মাশরাফির মতো মোরসালিনও করোনা 'পজিটিভ'। করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মোরসালিন জানিয়েছেন, করোনার কিছু উপসর্গ থাকলেও সুস্থ আছেন তিনি। এর আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন মাশরাফির শাশুড়ি ও তার স্ত্রীর বড় বোন। মোরসালিনের পড়ালেখা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব)। এই বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি খেলেছেন আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। অবশ্য, বড় ভাই আন্তর্জাতিক পর্যায়ে খেললেও তার জাতীয় পর্যায়েও খেলার সুযোগ হয়নি। ইউল্যাবের হয়ে দারুণ পারফরম্যান্সের রেকর্ড আছে মোরসালিনের। এ ছাড়া বিভিন্ন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ে রেডবুল ক্যাম্পাস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। ২০১৬ ও ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ইউল্যাবকে রানার্স-আপ করতে দারুণ ভূমিকা ছিল মাশরাফির ছোট ভাইয়ের।