ক্রিকেটারদের জন্য করোনা অ্যাপ

প্রকাশ | ২৬ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংকটময় সময়ের মধ্যেও একক অনুশীলনের ইচ্ছা প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিমসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার। বিসিবি তাদের মৌখিক অনুমতিও দিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় কোনো ক্রিকেটার মাঠে অনুশীলন শুরু করেননি। অনুশীলন শুরু করার উপায়ই বা কী? করোনার রেড জোনে পড়েছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম যেখানে অবস্থিত সেই মিরপুর। সেখানে গিয়ে অনুশীলন করা বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া এরইমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপু। ফলে ক্রিকেটারদের বেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। সবাই নিজ নিজ ঘরে থাকলেও করোনা থেকে বাঁচার শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না কেউই। তাই ক্রিকেটারদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য প্রযুক্তির সাহায্য নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার অংশ হিসেবে এরই মধ্যে তামিম-মুশফিকসহ প্রায় ৪০ জন ক্রিকেটারকে দেওয়া হয়েছে করোনা অ্যাপ। যেখানে করোনা উপসর্গ সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সব ক্রিকেটারকে। যা দেখে তাদের স্বাস্থ্য সম্পর্কে মূল্যায়ন করতে পারবে বিসিবির মেডিকেল টিম। এ কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ক্রিকেটারদের দেখভাল করার জন্য আগে থেকেই 'অ্যাথলেট ম্যানেজমেন্ট সফটওয়্যার' ব্যবহার করত বিসিবি। সেটির সঙ্গেই এবার করোনা সম্পর্কিত প্রশ্নাদি যোগ করা হয়েছে।