করোনার ঝুঁকিতে সাইফউদ্দিন-বিপস্নব

প্রকাশ | ২৬ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
করোনা সংকটের এই সময়ে বিশ্বের বেশ কিছু ফুটবল ক্লাব তাদের খেলোয়াড়দের সর্বশেষ শারীরিক অবস্থার খবরাখবর নিতে ব্যবহার করছে 'ওয়েল বিয়িং অ্যাপ'। যা খেলোয়াড়দের অবস্থা সম্পর্কে খবর জানাচ্ছে নিয়মিত। এবার একই পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ইতোমধ্যেই দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শুরু করেছে এই অ্যাপের ব্যবহার। অনূর্ধ্ব-১৯ দলকেও আওতায় আনা হবে এই অ্যাপসের। এই অ্যাপের ব্যবহার শুরু করার পর শঙ্কা জাগানিয়া খবর পেয়েছে বিসিবি। ওয়েল বিয়িং অ্যাপের দেওয়া তথ্যানুযায়ী জাতীয় দলের দুই ক্রিকেটারর মোহাম্মদ সাইফদ্দিন ও আমিনুল ইসলাম বিপস্নব আছেন রেড জোনে। যদিও বিপস্নবের অ্যাজমা সমস্যা পুরনো। এ ছাড়া গত দুইদিন ধরে জ্বরে ভুগছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বর্তমানে ফেনীতে নিজ বাড়িতে অবস্থান নেওয়া সাইফউদ্দিন খাবারের কোনো স্বাদ পাচ্ছেন না। তাই অ্যাপ এই দুই ক্রিকেটারকে দেখাচ্ছে রেড জোনে। ওয়েল বিয়িং অ্যাপে ক্রিকেটারদের করা হয় ১৮টি প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন আহমেদ নাসু জানিয়েছেন, বিপস্নবের আগে থেকেই সমস্যা ছিল, কোভিড-১৯ পরীক্ষায় বিপস্নবের করোনা ধরা পড়েনি। সাইউদ্দিনের ব্যাপারে অবশ্য আলাদাভাবে মন্তব্য করেননি বিসিবির এই কর্মকর্তা। 'আজ পর্যন্ত আমরা দুইজনকে রেড (আমিনুল ইসলাম বিপস্নব ও মোহাম্মদ সাইফউদ্দিন) পেয়েছি। বিপস্নব বুধবার যখন ওই প্রশ্নোত্তর দিচ্ছিল তখন রেড হয়ে গেছে। ওর শ্বাসকষ্ট হচ্ছিল। পরে জানতে পারি ওর অনেক আগে থেকেই অ্যাজমা সমস্যা আছে। তো বুধবার ওর কোভিড চেক করিয়েছি। তেমন কিছু পাওয়া যায়নি। সাইফউদ্দিনের দুইদিন ধরে জ্বর ও খাবারের কোনো স্বাদ পাচ্ছে না।'