বার্সাকে হটিয়ে ফের শীর্ষে রিয়াল

প্রকাশ | ২৬ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান নিয়ে চলছে দারুণ লড়াই। পর্যায়ক্রমে হাতবদল হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। আর সেই ধারাবাহিকতায় কাতালানদের হটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আবারও পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটা দখল করে নিয়েছে জিনেদিন জিদানের দল। বুধবার রাতে ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে রিয়াল মায়োর্কাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। দলটির হয়ে লক্ষ্য করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। এই জয়ে ৩১ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট বেড়ে হয়েছে ৬৮। সমান ম্যাচ খেলা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্টও একই। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক দল খেলছে শিরোপার জন্য, আরেক পক্ষ লড়ছে টিকে থাকতে। পয়েন্ট টেবিলের বিস্তার ফারাক মাঠের লড়াইয়ে চোখে পড়ল না। বল দখলের পাশাপাশি আক্রমণেও রিয়াল এগিয়ে ছিল বটে; তবে খুব বেশি নয়। গোলের জন্য স্বাগতিকদের নেওয়া ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে, বিপরীতে সফরকারীদের ১১ শটের চারটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা মেলেনি মায়োর্কার। লিগের শুরু দিকে নবম রাউন্ডে এই মায়োর্কার মাঠে প্রথম হারের স্বাদ পেয়েছিল রিয়াল। ম্যাচটি ১-০ গোলে জিতেছিল ওই ম্যাচের স্বাগতিকরা। আক্রমণ-পালটা আক্রমণে ম্যাচের শুরুটা হয় রোমাঞ্চকর। সপ্তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ধরে ডি-বক্সে ঢুকে গোললক্ষকের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও ১৯ বছর বয়সি ভিনিসিয়াস ছিলেন স্বরূপে। ৫৬তম মিনিটে রামোসের দুর্দান্ত ফ্রি-কিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। অধিনায়কের ডান পায়ের অসাধারণ ফ্রি-কিকে বল বাঁ পোস্টের ওপরের কোনা দিয়ে জালে জড়ায়। সমান ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে বার্সেলোনার পয়েন্টও একই।