'ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজও অ্যাশেজের মতো'

প্রকাশ | ২৬ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজও অ্যাশেজের সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার তারকা অফ-স্পিনার নাথান লায়ন। গোটা অজি দলই ২০১৮-১৯ মৌসুমে ভারতের কাছে সিরিজ হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে এ মন্তব্য করেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে নিজ মাঠে সর্বশেষ সিরিজে ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ৭১ বছরের ইতিহাসে প্রথম কোন সফরকারী দলের কাছে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া ফেসবুক পাতায় ভিডিও বার্তায় লায়ন সাংবাদিকদের বলেন, 'অস্ট্রেলিয়ায় খেলার সময় আপনি নিশ্চয় কোনো ম্যাচ বা সিরিজ হারতে চাইবেন না। কয়েক বছর আগে ভারত আমাদের হারিয়েছে। সুতরাং আমাদের সেই ঘটনায় নজর রাখতে হবে।' ২০১৮-১৯ মৌসুমে ভারতের কাছে ১-২ ব্যবধানে সিরিজ হারা অজি ক্রিকেট দলের সদস্যদের মধ্যে লায়ন নিজেও ছিলেন। এটি ছিল অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের প্রথম টেস্ট সিরিজ জয়ের ঘটনা। চলতি বছরের শেষ দিকে ফের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে ভারতের। সফরসূচিতে আছে চারটি টেস্ট। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে এই সিরিজ। বিগত ১০ বছর ধরে অস্ট্রেলিয়া দলের সেরা স্পিনার হিসেবে খেলে যাওয়া ৩২ বছর বয়সি লায়ন কোভিড-১৯ এর কারণে প্রথমবারের মতো মৌসুম পূর্ব বিরতি পেয়েছেন। তিনি বলেন, 'আমি প্রি-সেশনে ছিলাম না। বিগত ১০ বছরের মধ্যে এটি ছিল আমার প্রথম গ্রীষ্ম। বাড়িতে কাটানো সময়টি ছিল রোমঞ্চকর। আর এই সময়ের মধ্যে এখানকার ছেলেরা এমনকি রুকিরাও আমার চেয়ে বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে।'