সাক্ষাৎকার

শিগগিরই মাঠে ফিরতে চান আরিফুর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড আরিফুর রহমান। ক্লাব ফুটবলে এবার খেলেছেন সাইফ স্পোর্টিংয়ের হয়ে। জাতীয় দলের জার্সিতে খেললেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনো খেলার স্বপ্নটা অপূর্ণ রয়ে গেছে। সুযোগ পেলে নিজের সেরাটা উপহার দিতে চান। আর আসন্ন ৪ ম্যাচে হোম ম্যাচগুলোতে অন্তত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে বাংলাদেশ- এমনটাই প্রত্যাশা এই ফরোয়ার্ডের।

প্রকাশ | ২৭ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড আরিফুর রহমান
যায়যায়দিন : কেমন আছেন? কোথায় আছেন এখন? আরিফুর : লিগ বন্ধ হওয়ার পর কুমিলস্নায় নিজের বাড়িতে চলে এসেছি। আলহামদুলিলস্নাহ ভালো আছি। সুস্থ আছি। যায়যায়দিন : এই পরিস্থিতিতে অনুশীলন কীভাবে করছেন? আরিফুর : বাড়ির পাশেই মাঠ আছে। সেখানে গিয়ে অনুশীলন করি। সামনেই আমাদের জাতীয় দলের ম্যাচ আছে। সেজন্য নিজেকে প্রস্তুত রাখছি। এতদিন যতটা পরিশ্রম করেছি, এখন তার চাইতে বেশি করছি। সকালে মাঠে অনুশীলন করি। জিম করছি নিয়মিত। যায়যায়দিন : জাতীয় দলের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছে ফুটবল। ৪ ম্যাচের তিনটিই ঘরের মাঠে। কতটা প্রত্যাশী পরবর্তী ম্যাচগুলো নিয়ে? আরিফুর : ঘরের মাঠের ম্যাচগুলো নিয়ে অবশ্যই আমি খুবই আশাবাদী। কারণ হচ্ছে ওই ম্যাচগুলোতে আমরা হোম অ্যাডভান্টেজ পাব। আশা করছি এই ম্যাচগুলো থেকে আমরা কিছু পয়েন্ট অর্জন করতে পারব। যায়যায়দিন : কোচের দায়িত্বে আবারও জেমি ডে। আপনাদের জন্য কতটা সুবিধা হলো? আরিফুর : অনেক ভালো হয়েছে। কারণ তার তত্ত্বাবধানে জাতীয় দলের অনেক উন্নতি হয়েছে। উনি অনেক ভালো ট্রেনিং করান। মানুষ হিসেবেও উনি অসাধারণ। যায়যায়দিন : জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলা হয়েছে? আরিফুর : কম্বোডিয়া ম্যাচের সময় দলে ডাক পেলেও ইনজুরির কারণে খেলা হয়নি। এরপর (মার্চে) লাওসের বিপক্ষে খেলেছি। তবে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচেও খেলতে পারিনি। যায়যায়দিন : সুযোগ পেলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিজেকে কতটা মেলে ধরতে চান? আরিফুর : একজন স্ট্রাইকার হিসেবে সব সময়ই আমার লক্ষ্য থাকে গোল করা। সেটা ক্লাব লেভেলেই হোক বা জাতীয় দল। দেশের জার্সিতে খেলার অনুভূতিটা তো অন্য রকম। সেখানে অবশ্যই লক্ষ্য থাকবে সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেওয়ার। যায়যায়দিন : বিশ্বকাপ বাছাইয়ের আগে অনুশীলন ম্যাচ খেলা কতটা জরুরি? আরিফুর : মূল ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে তো অবশ্যই অনেক ভালো হতো। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে করে মনে হয় না সেটা সম্ভব হবে। দেখা যাক কি হয়। প্রস্তুতি ম্যাচ হলে তো ভালোই হয়। যায়যায়দিন : করোনার কারণে হঠাৎ লিগ বন্ধ হয়ে গেল। এর প্রভাব ফুটবলারদের ওপরে কতটা পড়েছে বলে আপনি মনে করেন? আরিফুর : লিগ বন্ধ হয়ে যাওয়াতে তো অবশ্যই ক্ষতি হয়েছে। আমাদের মতো প্রফেশনাল ফুটবলারদের খেলার বাইরে থাকতে ভালো লাগে না। আগে তো কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। যত তাড়াতাড়ি সম্ভব লিগটা শুরু হয়ে যাবে- এই প্রত্যাশাই করি। যায়যায়দিন : দেশের অনেক ফুটবলারকেই খেলোয়াড় হতে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয়েছে। আপনার ক্ষেত্রে পরিবার থেকে কতটা সাপোর্ট পেয়েছেন? আরিফুর : আমি আসলে ফুটলার পরিবার থেকেই এসেছি। আমার বাবা এবং ভাই এখানের স্থানীয় ফুটবলার। তাই তারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন। যায়যায়দিন : আপনাদের ওইখানে করোনা পরিস্থিতি কেমন? আরিফুর : আমাদের কুমিলস্নাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে আমাদের এলাকা একটু গ্রামের দিকে হওয়াতে এখানে তেমন করোনা রোগী নেই। তাই মাঠে অনুশীলনে যেতে পারছি। যারা শহরের দিকে রয়েছে, তারা তো ঘরের বাইরে যেতেই পারছে না। যায়যায়দিন : আপনার প্রিয় খেলোয়াড় কে? আরিফুর : ব্রাজিলের নেইমার। তার খেলার স্টাইল ভালো লাগে। তাকে ফলো করার চেষ্টা করি। যায়যায়দিন : করোনা পরিস্থিতিতে দেশের মানুষের উদ্দেশে কিছু বলতে চান? আরিফুর : অবশ্যই সবাইকে বলব ঘরে থাকুন- নিরাপদে থাকুন। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবেন না। সবাই নিয়ম মেনে চলুন।