সুপার ওভারের বিপক্ষে টেলর

প্রকাশ | ২৭ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে সবার? একবারে জেতা ম্যাচ সুপার ওভার রোমাঞ্চে ইংল্যান্ডের কাছে হেরেছিল নিউজিল্যান্ড। যে ম্যাচ নিয়ে আজও রয়েছে সমালোচনা। তবে এবার রস টেলর এতদিন পর জানালেন চমকপ্রদ তথ্য। ফাইনালে সুপার ওভার আছে, এটাই তিনি জানতেন না! এজন্য তিনি বলেছেন, ওয়ানডেতে সুপার ওভারে বিজয়ী নির্ধারণ করা উচিত নয়। লর্ডসে গত বছর বিশ্বকাপ ফাইনালে ১০০ ওভার শেষে ম্যাচ ছিল 'টাই'। এদিকে সুপার ওভার শেষেও দুই দলের রান ছিল সমান। শেষ পর্যন্ত বাউন্ডারি সংখ্যায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। যে কারণে ট্রফি না ছোঁয়ার আক্ষেপ থেকে গেছে নিউজিল্যান্ডের ও রস টেলরের। বাউন্ডারির সংখ্যায় জয়-পরাজয় নির্ধারণের নিয়ম নিয়ে ফাইনালের পর ক্রিকেট বিশ্বজুড়ে সমালোচনা হয় তুমুল। পরে আইসিসি নিয়মে পরিবর্তন আনে। এখন সুপার ওভার 'টাই' হলেও কোনো দল জয়ী না হওয়া পর্যন্ত সুপার ওভার একটির পর একটি হতেই থাকবে। তবে এই নিয়মও পছন্দ নয় টেলরের, 'ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারটি এখনো আমার বোধগম্য নয়। ওয়ানডে ম্যাচ এত লম্বা সময় ধরে খেলা হয় যে, 'টাই' ম্যাচ 'টাই' হিসেবে থেকে গেলেও সমস্যার কিছু দেখি না। টি২০ ম্যাচে হয়তো এটা করা যেতে পারে, ফুটবল বা অন্যান্য খেলার মতো জয়ী বের করার ব্যাপার থাকতে পারে। কিন্তু ওয়ানডে ম্যাচে সুপার ওভারের প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। যৌথভাবে বিজয়ী ঘোষণা করা যেতেই পারে।' মূল লড়াই শেষে গত বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারের কথা শুনে বেশ অবাক হয়েছিলেন টেলর। এ ব্যাপারে এবার এ অভিজ্ঞ ব্যাটসম্যান মুখ খুলেছেন, 'বিশ্বকাপে সত্যি বলতে, আমি আম্পায়ারের কাছে গিয়ে বলেছিলাম, 'দারুণ ম্যাচ হলো', জানতামই না যে সুপার ওভার আছে! 'টাই' মানে তো 'টাই'- হঁ্যা, এটা নিয়ে দুই পক্ষেরই যুক্তি থাকতে পারে। কিন্তু ওয়ানডে ম্যাচে ১০০ ওভার শেষেও যদি দেখা যায় যে দুই দল সমতায়, তাহলে 'টাই' তো খারাপ কিছু নয়।'