পিসিবির চিন্তায় ভারতীয় ভিসা

প্রকাশ | ২৭ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রীড়া সূচি অনুযায়ী তিন বছরের মধ্যে দুটি বিশ্বকাপ আয়োজন করবে ভারত। একটি টি২০ ও অন্যটি ওয়ানডে বিশ্বকাপ। ২০২১ সালে হবে টি২০ ও ২০২৩ সালে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু দুটি বিশ্বকাপ নিয়ে এখনই চিন্তায় পড়ে গেছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। প্রস্তুতি বা ম্যাচ খেলার পরিকল্পনা নিয়ে নয়, ভারতীয় ভিসা পাওয়া নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ভারতীয় ভিসার নিশ্চয়তা চায় পিসিবি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা বহুদিন ধরেই চলছে। আট বছর হয়ে গেল, কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ক্রিকেটের দুই পরাশক্তি। ক্রিকেটার ছাড়াও পাকিস্তানের অন্যান্য খেলোয়াড়দের ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বহুবার। খুব শিগগিরই বা অদূর ভবিষ্যতে ভারত বা পাকিস্তানে দ্বিপক্ষীয় সিরিজ হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তাই ভারতের মাটিতে পরপর দুটি বিশ্বকাপ হওয়া নিয়ে এখনই চিন্তায় পড়ে গেছে পিসিবি। ভারতে প্রবেশে তারা ভিসা দেয় কি না- সেটিই পিসিবির কাছে এখন চিন্তার কারণ। এই চিন্তা থেকে মুক্তি পেতে আইসিসির শরণাপন্ন পিসিবি। আবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বলছে, পিসিবিকেও গ্যারান্টি দিতে হবে যে পাকিস্তানের দিকে থেকে কোনো সন্ত্রাসী কর্মকান্ড চালানো হবে না। সংবাদ সংস্থা আইএএনএসের কাছে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, আইসিসির আইনে পরিষ্কার বলা আছে যে, খেলার ব্যাপারে কোনো সরকারি হস্তক্ষেপ থাকতে পারবে না। উল্টোদিকে এটাও বলা আছে যে, কোনো বোর্ড সরকারের কাজে হস্তক্ষেপ করবে না। 'পিসিবি কি আমাদের পাকিস্তান সরকারের হয়ে লিখিতভাবে নিশ্চয়তা দিতে পারবে যে তাদের দিক থেকে কোনো আক্রমণ বা অস্ত্র-বিরতি চুক্তির লঙ্ঘন বা পুলওয়ামা ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম ভারতের মাটিতে চালানো হবে না?' 'এটি আইসিসিরই আইন যে, খেলা পরিচালনায় সরকারের কোনোরকম হস্তক্ষেপ খেলাটির প্রশাসনে থাকতে পারবে না, আবার উল্টোদিকে বোর্ডও সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করতে পারবে না। আইসিসিতে এমন একজন লোক আছেন যিনি ভারতীয় স্বার্থের পরিপন্থি কাজ করছেন এবং এখনই সেটি বুঝে পিসিবির উচিত তার এজেন্ট হয়ে কাজ করা থেকে বিরত হওয়া'- বলেছেন বিসিসিআইয়ের ওই কর্মকর্তা। এর আগে ইউটিউব চ্যানেল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, '২০২১ টি২০ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে হবে। ভারতের ভিসা বা অন্যান্য জটিলতা এড়াতে আমরা এরই মধ্যে আইসিসির কাছে লিখিত নিশ্চয়তা চেয়েছি। আইসিসি যেন বিসিসিআইকে আমাদের ভিসা এবং অন্যান্য কোনো জটিলতা সৃষ্টি না করতে নির্দেশ দেয়। পাশাপাশি বিসিসিআইও যেন আমাদের লিখিত নিশ্চিয়তা দেয়।' ওয়াসিম আরও জানান, 'গত কয়েক বছরে আমাদের অন্যান্য খেলার অনেক খেলোয়াড়কে ভারতীয় সরকার খেলতে যেতে দেয়নি তাদের দেশে। আর এই জন্যই আমরা দুটি বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলছি। দুটিই আইসিসির ইভেন্ট, তাই আইসিসিই বিষয়টি সমাধান করুক।' ভারতের কেন্দ্রীয় ক্রীড়াসচিব রাধেশ্যাম জুলানিয়া বলেছেন, ২০১৯ সালের জুন মাস থেকেই ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে। বহুজাতিক ক্রীড়া ইভেন্টগুলোতে অংশগ্রহণকারী সব দেশের খেলোয়াড়দেরই ভিসা দেওয়া হচ্ছে।