সিরিজ বাই সিরিজ খেলার পরিকল্পনা টাইগারদের

আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। বরং সিরিজ বাই সিরিজ পরিকল্পনা রয়েছে। যা আমাদের খেলোয়াড়দেরকে একই সময় একটি বিষয়ে মনোযোগী থাকার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি। -মুমিনুল হক

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট বিশ্বে ওয়ানডেতে বাংলাদেশ এক শক্তিশালী নাম। যে কোনো দলের সঙ্গেই ফাইট করার সক্ষমতা টাইগারদের আছে। তবে লংগার ভার্সনে ঠিক তার উল্টো। তাই টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য কিছু ছোট ছোট পরিকল্পনা কঠোরভাবে বাস্তবায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ। অধিকাংশ ক্রিকেট জাতির ন্যায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরিবর্তে কোনো সুনির্দিষ্ট সিরিজ নিয়েই পরিকল্পনা করতে চায় বাংলাদেশ। সিরিজ বাই সিরিজ পরিকল্পনায় বাংলাদেশ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানিয়েছেন টাইগার দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার বিশ্বাস এই পরিকল্পনাই খেলোয়াড়দের সুনির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার সুযোগ করে দেয়। এই বছর আটটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোভিড-১৯ ভাইরাস মহামারি আকার ধারণ করায় তা অনেকটাই ভেস্তে গেছে। মুমিনুল বলেন, 'আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নেই। বরং সিরিজ বাই সিরিজ পরিকল্পনা রয়েছে। যা আমাদের খেলোয়াড়দেরকে একই সময় একটি বিষয়ে মনোযোগী থাকার সুযোগ করে দেবে বলে আমরা মনে করি।' দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আপনাকে সামগ্রিক বিষয়ে চিন্তা করার স্বাধীনতা দেবে। তবে আমরা এখনো সুনির্দিষ্ট ছোট ছোট বিষয়ে মনোযোগী থাকার পরিকল্পনা করছি। যা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই। আমরা জানি টেস্টে আমরা খুব ভালো নই। তবে আমরা এটিও জানি যে আমাদের মধ্যে ভালো সম্ভাবনা রয়েছে। তাই সিরিজ বাই সিরিজ এগোনই বরং ভালো।' বাংলাদেশ দলের টেস্ট বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মুমিনুল বলেন, 'আত্মবিশ্বাস ফেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি খুবই দরকার ছিল। পাকিস্তান ও ভারতের কাছে হেরে আমাদের আত্মবিশ্বাসে ভাটা পড়েছিল। এটি ঠিক যে অধিনায়ক হিসেবে আমার শুরুটা ভালো হয়নি। তবে আমি মনে করি এটি একটি আশীর্বাদ। প্রথম সুযোগেই নিজেদের ঘাটতি কোথায় রয়েছে সেটি বুঝে নেওয়ার অভিজ্ঞতা হয়েছে।' মুমিনুল আরও বলেন, 'ওই বড় পরাজয়ের পর আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা নিজেদের ঘাটতি খুঁজে নিয়ে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমরা বেশ ভালোভাবেই সেটি পুষিয়ে নিয়েছি। যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আমরা খুব ভালো করেছি। এটি একটি ভালো দিক। আমরা পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দিকে তাকিয়ে ছিলাম। কারণ সেখানেই নিজেদের সঠিকভাবে জানার সুযোগ ছিল। বুঝতে পারতাম আমরা সঠিক পথে আছি কি না।' মহামারি করোনাভাইরাসের কারণে অচল বিশ্ব ক্রীড়াঙ্গন। একে একে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের অনেক সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো স্থগিত হয়েছে। তবে আইসিসি এ ম্যাচগুলো খেলার সুযোগ করে দেবে বলে আশাবাদী টাইগার দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই বছর আটটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কোভিড-১৯ ভাইরাস মহামারি আকার ধারণ তা অনেকটাই ভেস্তে গেছে। টেস্ট স্থগিত হয়ে যাওয়ায় হতাশ মুমিনুল। তবে আশা করছেন ম্যাচগুলো খেলার উপায় বের করে দেবে আইসিসি। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এটি সত্যিই হতাশার। তবে আমাদের কিইবা করার আছে? আশা করি অচিরেই বিদায় নেবে এই ভাইরাস। আর আমরা ক্রিকেটে ফিরে আসব। এক বছরে বাংলাদেশ খুব কম টেস্টই খেলার সুযোগ পেয়ে থাকে। আশা করি আইসিসি আমাদের টেস্টগুলো পুনরায় খেলার সুযোগ করে দিবে। কারণ ওই টেস্টগুলো ছিল আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন ম্যাচ। যদিও জানি, ব্যস্ত এই সূচির মধ্যে এমন সময় বের করে আনা কঠিন। তারপরও আমি আশাবাদী।' আইসিসি যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সময় না বাড়ায় তবে, নির্ধারিত সময়সীমায় নিজেদের স্থগিত হওয়া টেস্টগুলো খেলতে পারবে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।