আর্জেন্টিনার কোচের কিছুই হয়নি!

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রচার হয়েছিল করোনা পজিটিভ হয়েছেন আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো কোচ কার্লোস বিলার্দো। পারিবারিক সূত্রের মাধ্যমে এমন তথ্যের নিশ্চয়তা দিয়েছিল সংস্থাটি। কিন্তু নতুন খবরে বিলার্দোর ভাই এবার দাবি করলেন, ভুলক্রমে কোভিড-১৯ আক্রান্ত দেখানো হয়েছে সাবেক এই কোচকে! দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছেন বিলার্দো। তাই অনেকদিন ধরে থাকা হচ্ছিল একটি নার্সিং হোমে। প্রথমে দাবি করা হয়, সেই নার্সিং হোমেই বিলার্দোসহ আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিলার্দোর ভাই অবশ্য এই ভুলের জন্য নার্সিং হোমকেই দোষ দিলেন, 'আমার ভাইয়ের কিছুই হয়নি। সেই বিখ্যাত ল্যাবই ভুল করেছে। এটা আসলে ওদের মেরে ফেলার জন্যেই করেছিল। এখন অবশ্য সে আগের জায়গাতেই ফিরে যাবে।' পজিটিভ ঘোষণার পরদিনই ৮২ বছর বয়সি সাবেক এই কোচকে হাসপাতালে নেওয়া হয় শনিবার। তার কোনো উপসর্গ ছিল না এমনটাও দাবি করা হয়। এরপর রোববার তাকে নেওয়া হয় আর্জেন্টিনার প্রাইভেট ইন্সটিটিউট অব ডায়গনোসিসে। সেখান থেকে অবশ্য স্বাস্থ্য সংক্রান্ত কোনো রিপোর্টই প্রকাশিত হয়নি। জানা গেছে, কয়েক সপ্তাহ আগেও করোনা পরীক্ষা করানো হয়েছিল বিলার্দোর। তখনও নেগেটিভই এসেছিলেন। বিলার্দোর ভাই বলছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলে সেই নার্সিং হোমেই আবার ফিরে যাবেন বিলার্দো। এছাড়া ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলকে ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতিয়েছেন। শুধু তাই নয়, চার বছর পর দলটিকে ইতালিতে বিশ্বকাপ ফাইনালে তুলে আর্জেন্টিনার ফুটবলে চিরস্মরণীয় কীর্তি গড়েছেন বিলার্দো। বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে আগ্রহী মালয়েশিয়া ক্রীড়া ডেস্ক ক্রিকেট বিশ্বে খুব বড় নাম না হলেও মোটামুটি পরিচিত মালয়েশিয়া। আইসিসির অধীনে সহযোগী দেশগুলোকে নিয়ে প্রায়ই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে দেশটি। এবার আরও বড় লক্ষ্যে এগোচ্ছে তারা। ২০২৩-৩১ চক্রে যেকোনো একটি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশি। নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি মাহিন্দা ভলিস্নপুরম। তিনি জানিয়েছেন, শিগগিরই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বড় কোনো ইভেন্ট আয়োজনের জন্য বিডিং প্রক্রিয়া শুরু করবে তারা। এক্ষেত্রে ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক হতে না পারলে অন্তত টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় এমসিএ।