চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
মো. লুৎফর রহমান
না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক জাতীয় ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান। সোমবার সকাল ৮.৪৫ মিনিটে যশোরে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃতুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃতু্যর বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। দীর্ঘদিন ধরেই প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী ছিলেন মো. লুৎফর রহমান। ২০১৮ সালের ডিসেম্বরের শেষ দিকে ব্রেইন স্ট্রোক করার পর থেকে নিজ বাড়িতেই ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য মো. লুৎফর রহমান। প্যারালাইসিস হয়ে যাওয়া ৬৯ বছর বয়সি লুৎফর রহমানের চিকিৎসা হচ্ছিল না ঠিকমতো। প্রায় ছয় মাস পর গত জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুৎফর রহমানের চিকিৎসা এবং অন্যান্য সহযোগিতা বাবদ ৩০ লাখ টাকা প্রদান করেছিলেন। গত ১৫ জুলাই লুৎফর রহমানের স্ত্রী মাজেদা রহমানের হাতে ৫ লাখ টাকার চেক এবং ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। মো. লুৎফর রহমানের বাসা যশোর শহরের লোন অফিস পাড়ায়। অসুস্থ হওয়ার পর থেকে যশোরে নিজের বাসাতেই শয্যাশায়ী ছিলেন। তিনি এক পুত্র ও এক কন্যার জনক। নিজে ফুটবলার হলেও লুৎফরের একমাত্র ছেলে তানভীর খেলছেন ক্রিকেট।