বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে আগ্রহী মালয়েশিয়া

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিকেট বিশ্বে খুব বড় নাম না হলেও মোটামুটি পরিচিত মালয়েশিয়া। আইসিসির অধীনে সহযোগী দেশগুলোকে নিয়ে প্রায়ই বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকে দেশটি। এবার আরও বড় লক্ষ্যে এগোচ্ছে তারা। ২০২৩-৩১ চক্রে যেকোনো একটি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশি। নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি মাহিন্দা ভলিস্নপুরম। তিনি জানিয়েছেন, শিগগিরই আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বড় কোনো ইভেন্ট আয়োজনের জন্য বিডিং প্রক্রিয়া শুরু করবে তারা। এক্ষেত্রে ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক হতে না পারলে অন্তত টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় এমসিএ।