রহস্যময় টি২০ নিয়ে ভারত-শ্রীলংকায় তোলপাড়

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাস-নির্বাসন এখনো শেষ হয়নি। এই উপমহাদেশের কোথাও কোনো ক্রিকেট নেই। খেলাটি এখনো মাঠে ফেরেনি। এরই মধ্যে গত ২৯ জুন ভারতের চন্ডীগড় থেকে ১৬ কিলোমিটার দূরের গ্রাম সাওয়ারায় একটি টি২০ টুর্নামেন্ট হলো। ভিডিও সম্প্রচারে সেটির নাম দেখা গেল 'উভা টি২০ লিগ' এবং ভেনু্য কি না শ্রীলংকার উভা প্রদেশের রাজধানী শহর বাদুলস্না। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসে শুক্রবার প্রকাশিত এই খবরে ভারত ও শ্রীলংকায় তোলপাড়। ঘটনাটা আসলে কী? পাঞ্জাব পুলিশ তদন্ত করে দেখছে যে এটি কোনো জুয়াড়ি চক্রের কাজ কি না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এটির সঙ্গে জড়িতদের খুঁজে দেখছে। আর শ্রীলংকার ক্রিকেট বোর্ড এসএলসি জানিয়েছে, তাদের জ্ঞাতসারে এরকম কোনো ম্যাচ শ্রীলংকায় হয়নি। 'আমাদের আগে জানতে হবে কারা এর সঙ্গে জড়িত। তবে পুলিশই এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। বিসিসিআইয়ের আইনপ্রয়োগকারী সংস্থা হিসেবে এটি আমাদের এক্তিয়ারের বাইরে'- সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন বিসিসিআই দুর্নীতি দমন ইউনিটের প্রধান অজিত সিং। তিনি আরও বলেছেন, 'এটি যদি হয় বিসিসিআই অনুমোদিত লিগ আর তাতে অংশ নেয় অনুমোদিত খেলোয়াড়, আমরা ব্যবস্থা নিতে পারি। এটা যদি জুয়ার জন্য আয়োজিত হয়, তাহলে ফৌজদারি অপরাধ এবং পুলিশই ব্যবস্থা নেবে। আমরা যা পারি না।' শ্রীলংকা ক্রিকেটের বিবৃতিতে বলা হয়েছে, 'এসএলসি বা এসএলসি অনুমোদিত কোনো সংস্থার এ ব্যাপারে কোনো ধারণা নেই যে উভা প্রিমিয়ার লিগ টি-২০ নামে এই ফ্যান্টাসি টুর্নামেন্ট নাম প্রকাশ না করে কারা আয়োজন করল।' আর এই টুর্নামেন্টের বিজ্ঞাপন যে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এসএলসি সেটি জানে, '২৯ জুন তারিখে ভারতীয় কয়েকটি ওয়েবসাইটে একটি স্কোরবোর্ড দেখা গেছে, যাতে বলা হয়েছে বাদুলস্না স্টেডিয়ামে চলছে উভা প্রিমিয়ার লিগ টি২০। এই মর্মে এসএলসি নিশ্চিত করছে এরকম কোনো টুর্নামেন্ট শ্রীলংকায় অনুষ্ঠিত হয়নি অথবা হবেও না।' শ্রীলংকার মধ্য ও দক্ষিণাঞ্চলের উভা প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ভাগিরাধান বালাচন্দ্রান বলেছেন, এমন হতে পারে কেউ তাদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েছে, 'না, এমন কোনো টুর্নামেন্ট আমরা অনুমোদন করিনি। আমরা বিষয়টি নিয়ে এসএলসির সঙ্গে আলোচনা করছি। পুরো বিষয়টাকে প্রহসনের মতো মনে হচ্ছে। শ্রীলংকায় আমরা খুব সক্রিয় ক্রিকেট অ্যাসোসিয়েশন নই। সুতরাং কেউ এটি খতিয়ে দেখে আমাদের নাম ব্যবহার করে থাকতে পারে। এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, কোনো শ্রীলংকান খেলোয়াড়ও এর সঙ্গে জড়িত নয়।' মোহালি (চন্ডীগড়) থেকে সিনিয়র পুলিশ সুপার কুলদীপ সিং চাহাল জানিয়েছেন যে অনলাইনে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনার সঙ্গে জড়িত পঙ্কজ জৈন ও রাজু নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।