জয়ের ধারায় টটেনহাম

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের ধারায় ফিরেছে টটেনহাম। তবে সোমবার রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে জিতেছে স্পাররা। আত্মঘাতী গোলের সুবাদে এভারটনকে তারা হারিয়েছে ১-০ গোলে। আর এই দিন রাতে কোচ হিসেবে ২০০তম জয়ের সাক্ষী হয়েছেন টটেনহামের কোচ হোসে মরিনহো। পর্তুগাল গোচের মাইলফলকের জন্য ম্যাচটা অবশ্যই মনে রাখার মতোই ছিল। তবে সেসব ঘটনাকে ছাপিয়েও ম্যাচটি আলোচনায় চলে আসে শিষ্যদের অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে। দুই দলের লড়াইও এতটা উত্তেজনা ছড়ায়নি। যতটা উত্তেজনা ছড়িয়েছে মরিনহোর শিষ্যরা! প্রথমার্ধের পর মাঠ ছেড়ে যাওয়ার সময় কোনো বিষয় নিয়ে বিতন্ডায় জড়িয়ে পড়েন টটেনহামের দুই তারকা উগো লরি ও সন হিউং মিন। বিশেষ করে টটেনহাম অধিনায়ক লরি ক্ষিপ্ত হয়ে তেড়ে চলে গিয়েছিলেন সনের দিকে। সনকে ধাক্কাও মারতে দেখা যায় তাকে। দক্ষিণ কোরিয়ান সন অবশ্য প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করলেও সতীর্থরা মিলে তাকে নিবৃত্ত করে নিয়ে যায় টানেলে। টটেনহাম ও ফরাসির গোলরক্ষক লরিকেও আটকে রাখার চেষ্টা করেন তারা। এর আগে ২৪ মিনিটে যে গোলটি হয়েছে সেটিতেও টটেনহামের কৃতিত্ব ছিল না! প্রতিপক্ষ খেলোয়াড়ের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় তারা।