জার্সি বিক্রিতে লিভারপুলের রেকর্ড

প্রকাশ | ০৮ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৩০ বছর অপেক্ষার পর ইংল্যান্ডের শীর্ষ ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা খরা ঘুচিয়েছে লিভারপুল। সাত ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে অল রেডরা। এবার জার্সি বিক্রিতেও রেকর্ড করল ক্লাবটি। এই মৌসুমে ১৭ লাখ লাল জার্সি বিক্রি করেছে লিভারপুল। তবে লিভারপুলের হাতে এখন সমর্থকদের কাছে বিক্রি করার মতো লাল জার্সি নেই। এই মৌসুমে এখন পর্যন্ত ১৭ লাখ লাল জার্সি বিক্রি করেছে ক্লাবটি। সংখ্যাটা আরও বেশি হতে পারত। হবে কীভাবে, জার্সিই যে আর নেই। জার্সি তৈরি প্রতিষ্ঠান 'নিউ ব্যালান্স' নতুন জার্সি বানিয়ে দিতে অস্বীকৃতি জানানোয় এমন সংকটে পড়েছে লিভারপুল। ইয়ুর্গেন ক্লপ জার্মানি থেকে এসে লিভারপুলের হাল ধরার পর থেকেই জার্সি বিক্রিতে জোয়ার এসেছে। এর আগে সর্বশেষ দুই মৌসুমেও জার্সি বিক্রির নতুন রেকর্ড গড়েছিল ক্লাবটি। গত দুবারও লিভারপুলের জার্সি বানিয়েছে নিউ ব্যালান্স। সেই নিউ ব্যালান্সকে বাদ দিয়ে নাইকির সঙ্গে নতুন চুক্তি করাতেই খেপেছে প্রতিষ্ঠানটি। নিউ ব্যালান্সের যুক্তি তাদের সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল এ বছরের ৩১ মে পর্যন্ত। এ কারণে তারা আর জার্সি বানিয়ে দিতে বাধ্য নয়। জার্সি সংকটের পেছনে বড় দায় অবশ্য নাইকির। নাইকির সঙ্গে এ বছরের ১ জুন থেকে পাঁচ বছরের চুক্তি করতে চেয়েছিল লিভারপুল। কিন্তু নাইকি চুক্তি শুরুর তারিখ পিছিয়ে নিয়ে যায় ১ আগস্টে। লিভারপুলের আশা আগামী মৌসুমে নাইকিকে নিয়ে জার্সি বিক্রির নতুন রেকর্ড গড়বে তারা। বিশ্বজুড়ে নাইকির আউটলেটগুলো বিক্রি বাড়িয়ে দেবে বলেই বিশ্বাস ১৯ বার ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতা ক্লাবটির। নাইকির সঙ্গে চুক্তি অনুযায়ী জার্সি বিক্রি থেকে হওয়া মোট লাভের ২০ ভাগ পাবে লিভারপুল ক্লাব।