মিলানে বিধ্বস্ত জুভেন্টাস

প্রকাশ | ০৯ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান ফুটবল লিগ সিরি'আতে পুনরায় মাঠে গড়ানোর পর থেকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। মঙ্গলবার রাতে এসি মিলানের বিপক্ষেও ছিল তাদের জয়ের সম্ভাবনা। এমনকি দুই গোলে এগিয়েও ছিল, কিন্তু প্রতিপক্ষের মাত্র ৫ মিনিটের ঝড় এলোমেলো করে দিয়েছে জুভেন্টাসকে। এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও তারা মাঠ ছেড়েছে ৪-২ গোলের হার নিয়ে। ফলে লিগ পুনরায় চালুর পর এবারই প্রথম পয়েন্ট হারাল টেবিলের শীর্ষ দল জুভেন্টাস। হারলেও ৩১ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে জুভেন্টাস। টানা নবম শিরোপা জয়ের লক্ষ্যে এগোনো দলটির কিছুটা উপকার করেছে অবনমন অঞ্চলের দল লেচ্চে। রাতের আগের ম্যাচে তাদের কাছে ২-১ গোলে হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা লাজিও। ৩১ ম্যাচে দলটির পয়েন্ট ৬৮। অথচ প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল-ই। বিরতির দুই মিনিট পর জুভেন্টাস আক্রমণ শাণিয়ে দুই গোল তুলে নিলে মনে হচ্ছিল আরও একটি অসাধারণ জয় দেখতে যাচ্ছে রোনালদোরা। জুভদের পক্ষে ৪৭ মিনিটে আদ্রিয়াঁ রাবিও করেন প্রথম গোল। ৫৩ মিনিটে ২৬তম লিগ গোল তুলে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু ৬২ মিনিটে জ্‌লাতন ইব্রাহিমোচের পেনাল্টি গোলের পরেই ভোজবাজির মতো পাল্টে যায় দৃশ্যপট। এর চার মিনিট পর এসি মিলানকে সমতায় ফেরান ফ্র্যাঙ্ক কেসি। এক মিনিট বাদে মিলান ঝড়ে যোগ দেন রাফায়েল লিয়াও। এর পরেই ধসে পড়ে জুভেন্টাস। ৮০ মিনিটে স্কোর লাইন ৪-২ করেন মিলানের আনতে রেবিচ। অবশ্য পয়েন্ট খোঁয়ালেও ৭ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষেই রয়েছে জুভেন্টাস। ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। এখনো ৭ ম্যাচ বাকি। দ্বিতীয় স্থানে থাকা লাজিও ২-১ গোলে হেরেছে লেচ্চের কাছে। অপর দিকে মিলান জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে। তবে সেরা চার থেকে তারা এখনো ১৪ পয়েন্ট দূরে!