দেশে ক্রিকেট ফেরানোর পথ খুঁজছে বিসিবি

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
'ঢাকায় ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে রাখা অসম্ভব। তাই আমরা কক্সবাজার কিংবা বিকেএসপিতে ক্রিকেট লিগের খেলাগুলো দেওয়ার প্রস্তাব করেছি। এই দুটি ভেনু্যতে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টদের আইসোলেশনে রাখা যাবে।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চার মাস হতে চলল বন্ধ দেশের ক্রিকেট। পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতু্যর সংখ্যা। সবকিছু কিছুটা স্বাভাবিক হলে মাঠে ক্রিকেট ফেরানোর পথ খুঁজছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বোর্ড পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) প্রধান কাজী ইনাম আহমেদ এক বিবৃতিতে জানিয়েছেন, সম্ভাব্য ভেনু্য হিসেবে কক্সবাজার ও বিকেএসপির কথা ভাবছেন তারা। ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের বাড়তি ভ্রমণ এবং করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে স্টেডিয়ামের সঙ্গে আবাসন সুবিধা আছে, এমন দুটি ভেনু্য বেছে নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাউদাম্পটন ও ম্যানচেস্টারে ভেনু্যর পাশে পাঁচতারকা হোটেল সুবিধা থাকায় এই দুটি ভেনু্যতে ঘুরেফিরে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজের ৬টি টেস্ট আয়োজন করছে তারা। ইংল্যান্ডের দেখানো পথেই হাঁটতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনার কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম রাউন্ড শেষে বন্ধ হয়ে গিয়েছিল। বাকি রাউন্ডগুলো মাঠে গড়ানোর উদ্যোগ নিলেও দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে পরের রাউন্ডগুলো কক্সবাজার কিংবা বিকেএসপিতে আয়োজন করার পরিকল্পনা করছে সিসিডিএম। দুটি ভেনু্যর স্টেডিয়ামের কাছাকাছি থাকার জায়গা রয়েছে। ফলে করোনা সংক্রমণ এড়িয়ে মাঠের খেলায় খুব একটা সমস্যা হবে না ক্রিকেটারদের। আর এই বিষয়টি নিয়ে বোর্ড পারিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, 'মঙ্গলবার আমরা কোয়াব এবং বেশ কয়েকজন জাতীয় দলের ও প্রথম শ্রেণির ক্রিকেটারের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে আমরা প্রিমিয়ার লিগ কবে শুরু করা যায়, সেটি নিয়ে আলাপ করেছি। তবে এই মুহূর্তে কোনো তারিখ চূড়ান্ত না হলেও ক্লাবগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রিমিয়ার লিগ দিয়েই খেলা শুরু হওয়ার বিষয়টি। সব ক্লাব ১৫ দিনের নোটিশে লিগ শুরুর প্রস্তুতি রাখবে।' কক্সবাজার ও বিকেএসপি- দুটি ভেনু্য বিবেচনায় রাখার কারণ ব্যাখ্যায় কাজী ইনামের বক্তব্য, 'ঢাকায় ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে রাখা অসম্ভব। তাই আমরা কক্সবাজার কিংবা বিকেএসপিতে ক্রিকেট লিগের খেলাগুলো দেওয়ার প্রস্তাব করেছি। এই দুটি ভেনু্যতে ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টদের আইসোলেশনে রাখা যাবে। কারণ এই দুই ভেনু্যর সঙ্গে আবাসন সুবিধা আছে। আর কক্সবাজারে খেলা হলে সেখানে দু-তিনটা হোটেলে রাখব। ঢাকা থেকে আকাশপথে ক্লাবগুলোকে সেখানে পাঠিয়ে দেওয়া যাবে। এই দুই ভেনু্যতে সব খেলোয়াড়ের থাকা ও খাওয়ার বিষয়টি নিরবচ্ছিন্নভাবে সাজানো যাবে।' ইংল্যান্ডে বুধবার সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। 'জীবাণুমুক্ত পরিবেশ' তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে ইসিবি। বাংলাদেশেও মাঠে ক্রিকেট ফেরাতে তেমন কিছু করতে হতে পারে। গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হয়েই এবারের প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের প্রকোপে। কবে খেলা শুরু হবে এর কোনো ঠিক নেই। তবে সিসিডিএম প্রধান চান, ক্লাব ও খেলোয়াড়রা তৈরি থাকুক। যেন সংক্ষিপ্ত নোটিশে শুরু করা যায় প্রিমিয়ার লিগ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখা নিশ্চিত করতে ক্লাবগুলো যেন তাদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ রক্ষা করে, এটা চাই। যেন ১৫ দিনের নোটিশে খেলা শুরু করতে পারে, এমনভাবে ক্লাবগুলোর তৈরি থাকা উচিত। আমরা আশা করি, যখন দেশে ক্রিকেট ফিরবে আমরা প্রিমিয়ার লিগ মাঠে ফেরাব।' চলতি বছরে জাতীয় দলের মাঠে নামার সম্ভাবনা ফিকে হয়ে আসছে। বাতিল হয়ে গেছে কিছু সিরিজ। টি২০ বিশ্বকাপ স্থগিতের শঙ্কা ক্রমেই বাড়ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, বাতিল হয়ে গেছে চলতি বছরের এশিয়া কাপ। টি২০ বিশ্বকাপ বাতিল হয়ে গেলে চলতি বছর আর কোনো খেলা নেই বাংলাদেশের।