ক্যারিবীয় পেসে ধুঁকছে ইংল্যান্ড

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দীর্ঘ বিরতির পর বুধবার মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনের রোজ বোলে তাই নজর সব ক্রিকেটপ্রেমীর। টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ১৭.৪ ওভার। তাই বোঝা যাচ্ছিল না, করোনা-বিরতির পর বিপদে পড়বেন কারা- বোলার না কি ব্যাটসম্যান? তবে দ্বিতীয় দিনে এসে মনে হচ্ছে, করোনার ধাক্কা সবচেয়ে বেশি গায়ে লাগবে ব্যাটসম্যানদেরই। ঘরের মাঠে খেলা, তারপরও ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে রীতিমতো ধুঁকছেন ইংলিশ ব্যাটসম্যানরা। ৮৭ রান তুলতেই ইংল্যান্ড হারিয়ে বসেছে ৫ ব্যাটসম্যানকে। সেখান থেকে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করছেন প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া বেন স্টোকস। খুব দেখেশুনে এগোচ্ছেন তিনি, ১৩ রান করেছেন ৫০ বলে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৮৯ রান।