ঈশ্বর আজেির্ন্টনার সঙ্গে ছিলেন: মেসি

আমরা আত্মবিশ্বাসী ছিলাম, ম্যাচটা জিততে পারব। যেভাবে জিতেছি তা সত্যিই দুদার্ন্ত। এই আনন্দ আমাদের পাওনা ছিল। আমি জানতাম, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে যেতে দেবেন না। তিনি চাননি আমরা কোনোভাবে ব্যথর্ হই

প্রকাশ | ২৮ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৮ জুন ২০১৮, ১০:২৫

ক্রীড়া ডেস্ক
নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার গোলের পর এভাবেই উচ্ছ¡াস দেখিয়েছেন আজেির্ন্টনার অধিনায়ক লিওনেল মেসি Ñওয়েবসাইট
গ্রæপ পবের্র প্রথম দুই ম্যাচে আজেির্ন্টনার রক্ষণাত্মক মনোভাবে খেলার সঙ্গে ছিল বাজে গোলকিপিং। অপরদিকে আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়ার দুদার্ন্ত ফমর্। দুটোকে একই পাল্লায় মাপতে গিয়ে হতাশ হয়েছেন আজের্ন্টাইন ভক্ত-সমথর্করা। শেষ পযর্ন্ত আবার নাইজেরিয়ার কাছেও হেরে গ্রæপ পবর্ থেকেই বিদায় নিতে হবে না তো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের? এমন এক শঙ্কায় দুরুদুরু বুকে খেলা দেখতে বসেছিলেন তারা। তবে মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে দেখা গেল পুরোপুরি ভিন্ন চিত্র। প্রত্যাশিত দুদার্ন্ত আজেির্ন্টনাকেও পাওয়া গেল মাঠজুড়ে। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোও নিশ্চিত করেছে হোহের্ সাম্পাওলির দল। ম্যাচ শেষে দলপতি লিওনেল মেসি জানিয়েছেন, শুধু ভক্ত-সমথর্করাই নন, ঈশ্বরও সঙ্গে ছিলেন তাদের। আজেির্ন্টনা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না, এটা অবশ্য অতটা অভাবিত নয়। ২০০২ বিশ্বকাপেই এমনটা দেখা গেছে। এবার তো শঙ্কা ছিল আরও বেশি। আশ্চযের্র বিষয় হলো, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকে মেসিকে একদম নিভার্র দেখা গেছে। তারই ফল হিসেবে এসেছে প্রথম গোলটা। এভার বানেগার ৪০ গজি পাসে উড়ে আসা বল মেসি যেভাবে ঊরু দিয়ে নামালেন, যেভাবে ফিনিশিং ... নিভার্র না থাকলে পারতেন না। তবে পেনাল্টিতে গোল করে নাইজেরিয়া সমতায় ফেরার পর উত্তেজিত হয়ে গিয়েছিলেন। ঝগড়াও করেছেন রেফারির সঙ্গে। একসময় দেখা যাচ্ছিল, মেসির মুখে সেই দুশ্চিন্তার লাল আভা। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ সমতা, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজয়ের পর বেশ কঠিন সমীকরণের মুখোমুখি হতে হয় আজেির্ন্টনাকে। এত সমীকরণ মিলিয়ে জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করাটা বেশ শক্তই ছিল মেসিদের কাছে। তবে ভাগ্যদেবী আশাহত করেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মেসি জানালেন, ঈশ্বর চাননি তারা নিরাশ হয়ে রাশিয়া থেকে খালি হাতে ফিরে যান। সময়ের সেরা ফুটবলার বললেন, জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসের কথাও, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম, ম্যাচটা জিততে পারব। যেভাবে জিতেছি তা সত্যিই দুদার্ন্ত। এই আনন্দ আমাদের পাওনা ছিল। আমি জানতাম, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। ঈশ্বর আমাদের বিশ্বকাপ থেকে এভাবে ছিটকে যেতে দেবেন না। তিনি চাননি আমরা কোনোভাবে ব্যথর্ হই। আজ মাঠে আমাদের জন্য যারা গলা ফাটিয়েছেন, এত এত কষ্ট করেছেন, যারা আজেির্ন্টনা থেকে সমথর্ন দিয়েছেন সব সময়, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ এক অথের্ মেসির কথা খুব একটা ভুলও নয়। ‘ঈশ্বর’ তো ছিলেনই মেসিদের পাশে। আজেির্ন্টনার ফুটবল ঈশ্বর! ডিয়েগো ম্যারাডোনা এদিন গ্যালারিতে বসে মেসিদের খেলা দেখেছেন। অসুস্থ শরীর নিয়েও আজেির্ন্টনার জয় উদযাপন করেছেন। কিংবদন্তি এই ফুটবলার জানিয়েছেন, আজেির্ন্টনা টিকে যাওয়ায় তিনি এখন স্বস্তি বোধ করছেন। স্বস্তি বোধ করছেন মেসিও। যেভাবে তাদের ভোগতে হচ্ছিল, প্রায় বেজে উঠেছিল বিদায় ঘণ্টা; তাতে এখন স্বস্তিতেই থাকার কথা মেসিদের। সেই স্বস্তির কথা বলেও দিলেন আজেির্ন্টনা দলপতি, ‘আমরা অনেক ভুগেছি। এটা খুব কঠিন একটি পরিস্থিতি ছিল। আমাদের সবার জন্য এটা অনেক বড় স্বস্তির ও মুক্তির। আমরা ভাবিনি যে, এতটা ভুগবো আমরা।’ নাটকীয় জয়ে নকআউট পবের্ জায়গা করে নেয়া আজেির্ন্টনা ভাবতে শুরু করেছে পরবতীর্ প্রতিপক্ষ নিয়ে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফ্রান্সের গতিময় খেলোয়াড়দের নিয়ে ভাবনার কথা জানিয়েছেন মেসি, ‘আমরা ফ্রান্সের প্রতিটি ম্যাচ দেখেছি। আমরা এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেছি। দক্ষ খেলোয়াড় সমৃদ্ধ খুব ভালো একটি দল ফ্রান্স। ওদের কয়েকজন গতিময় খেলোয়াড় আছে, যারা ব্যবধান গড়ে দিতে পারে। তাই আমি জানি, আমাদের কী করতে হবে। কোনো সন্দেহ নেই, এটা খুব কঠিন একটি ম্যাচ হবে।’ ক্লাব ক্যারিয়ারে সব দুমুঠো ভরে পাওয়া মেসি এরপর বলেছেন আসল কথাটা, ‘জাতীয় দলের এই জাসির্টাই বাকি সব কিছুর আগে।’ আজের্ন্টাইন অধিনায়ক বাতার্ দিয়ে রাখলেন, দলের স্বাথের্ সবাই এখন এক। কোচ-খেলোয়াড়রা এবার কঁাধ মিলিয়ে তৈরি হবেন দ্বিতীয় রাউন্ডের জন্য। আগামী শনিবার ফ্রান্সের বিপক্ষে আজেির্ন্টনার নকআউট পবের্র ম্যাচ। জিতলেই কোয়াটার্র ফাইনালে চলে যাবে গতবারের রানাসর্আপরা।