আবার বিয়ে করলেন মোসাদ্দেক

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
নববধূ উম্মে তামান্নার সঙ্গে মোসাদ্দেক আলী সৈকত
জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত দ্বিতীয়বার বিয়ে করলেন। শুক্রবার ময়মনসিংহের কাচিঝুলিতে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ অফস্পিনিং অলরাউন্ডারের। মোসাদ্দেকের স্ত্রীর নাম উম্মে তামান্না। বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়। শনিবার রাতে ফেসবুকে নিজের ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ২৪ বছর বয়সি এ অলরাউন্ডার মোসাদ্দেক লিখেছেন, 'জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।' দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, 'করোনাভাইরাসের প্রভাবে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।' ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মোসাদ্দেক। সৈকতের দাবি ছিল বিয়ের পর থেকেই তাকে পরিবার ছেড়ে আলাদা সংসার করতে চাপ দিতে থাকেন শারমিন। এই নিয়ে সৈকতের পরিবারের সঙ্গে মিল না হওয়ায় তাদের সংসারে ভাঙনের কথা প্রকাশ্যে আসে ২০১৮ সালের আগস্টে। নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মোসাদ্দেকের বিরুদ্ধে তার আগের স্ত্রী সামিরা মামলা করেন। মামলায় মোসাদ্দেকের মা পারুল বেগমকেও আসামি করা হয়। তাতে দুই পরিবারের মাঝে তিক্ততা আরও বাড়ে। একপর্যায়ে স্ত্রী শারমিনকে তালাক দেন জাতীয় দলের এই অলরাউন্ডার। নতুন সংসার নিয়ে মোসাদ্দেক বলেছেন, 'নতুন করে সব শুরু করছি। পুরানো কথা বলে লাভ নেই। আমার ও আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সুখী হতে পারি।'