ম্যানসিটির বড় জয় লিভারপুলের ড্র

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
লিগ শিরোপা আগেই নিশ্চিত করেছে লিভারপুল। তবে ১০০ পয়েন্ট ছোঁয়ার কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাদের। আছে ম্যানচেস্টার সিটির রেকর্ড ভাঙারও। তবে সে পথে হোঁচট খেয়েছে দলটি। শনিবার রাতে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। অন্যদিকে চেলসি তো শেফিল্ড ইউনাইটেডের কাছে পাত্তাই পায়নি। চেলসি হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। তবে এ দুই জায়ান্ট দল হোঁচট খেলেও অসাধারণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছে পেপ গার্দিওলার দলটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতে ২৪ ম্যাচ পর জয়বঞ্চিত হয় লিভারপুল। তবে টানা ৫৮ ম্যাচ অপরাজিত রয়েছে দলটি। বার্নলির বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোল ড্র করে মাঠ ছাড়ে তারা। আর শেফিল্ডের মাঠে ৩-০ গোলের ব্যবধানে হেরে চ্যাম্পিয়ন্স লিগের পথ কঠিন করে ফেলেছে চেলসি। তবে টানা দ্বিতীয় ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ম্যানসিটি। ব্রাইটনের বিপক্ষে রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে উড়ন্ত জয়টি পায় সিটিজেনরা। অ্যানফিল্ডে এদিন রাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকে লিভারপুল। তবে প্রতিপক্ষ গোলরক্ষক নিক পোপের অসাধারণ কিছু সেভে জয় পাওয়া হয়নি তাদের। ম্যাচের ৩৪তম মিনিটে রবার্টসনের গোলে এগিয়ে গিয়েছিল দলটি। কিন্তু ৬৯তম মিনিটে সেটপিস থেকে সমতায় ফেরে বার্নলি। জেমসের হেডে বাড়ানো বল ধরে দারুণ এক ভলিতে বল জালে জড়ান রদ্রিগেজ।