সাক্ষাৎকার

নিজের দেশকে বিশ্বকাপে দেখতে চান মারিয়া মান্দা

মাঠে ফুটবল নেই। পুরুষ ফুটবলারদের মতো তাই নারী ফুটবলারদেরও মন ভালো নেই। একে তো অনিয়মিত লিগ। যা-ও কয়েকবছর পর সবে নারী লিগটা মাঠে গড়িয়েছিল এর মধ্যেই করোনার হানায় বন্ধ হয়ে গেছে। অন্যদের মতোই নিজ বাড়িতেই দিন কাটাচ্ছেন অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্দা। জানালেন কীভাবে কাটছে তার করোনাকাল। বাংলাদেশ এক সময় বিশ্বকাপে খেলবে সেই স্বপ্নও দেখেন এই নারী মিডফিল্ডার।

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কেমন আছেন? কোথায় আছেন? ভালো আছি। ময়মনসিংহে নিজের বাড়িতেই আছি। বাসায় কীভাবে কাটছে সময়? করোনার জন্য এখন বাসায়ই থাকছি। ঘরের বাইরে যাচ্ছি না তেমন একটা। মাকে ঘরের কাজে সহায়তা করি। গান শুনি। আর বাকি সময় অনুশীলন করি। ফিটনেস ধরে রাখতে কী কী পদক্ষেপ নিয়েছেন? আমাদের স্যাররা (কোচ ছোটন) যেভাবে সিডিউল দিয়েছেন সে অনুসারে অনুশীলন চালিয়ে যাচ্ছি। এই অবস্থায় মাঠে যাওয়া তো ঠিক না। কারণ ভাইরাসের প্রকোপ খুব বেশি। বাসায় ব্যায়াম করছি। দীর্ঘদিন পর মাঠে গড়িয়েছিল লিগ। দলের ৫১ গোলের মধ্যে আপনিও চারটি করেছিলেন। লিগ নিয়ে কী ভাবছেন? লিগটা আবার শুরু হলে আমাদের জন্য খুব ভালো হয়। আমাদের পরিবারের জন্যও। কারণ এই লিগের জন্য পরিবারকে কিছুটা আর্থিক সহায়তা করতে পারি। গোল করার অবশ্যই আনন্দ আছে। তবে নিজে গোল করার থেকে অন্যদের দিয়ে গোল করানোর আনন্দটা আরও বেশি। লিগ আবার শুরু হলে আপনার দল বসুন্ধরা কিংসের শিরোপার ব্যপারে কতটা আশাবাদী? অনেকেই বলছে জাতীয় দলের সব ফুটবলার আপনাদের দলে তাই একতরফা হবে এবারের লিগ? অবশ্যই সব দলেরই লক্ষ্য থাকে শিরোপা জয়ের। তবে এভাবে বলা ঠিক নয়। কারণ এখনো লিগের প্রথম পর্বই শেষ হয়নি। এখনো অনেকটা পথ বাকি। আমাদের ক্লাব ছাড়াও বেশ কয়েকটি ভালো দল আছে এবারের লিগে। সতীর্থদের মিস করছেন? তা তো অবশ্যই। জাতীয় দলের ক্যাম্প বা ক্লাবে সবাই একসঙ্গে থাকি। অনেক মজা হয়। মাঠের খেলাটা যেমন মিস করছি। তেমনই সতীর্থদেরও অনেক মিস করি। সময়-সুযোগ পেলে অন্যদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করি। তাদের খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করি। অনূর্ধ্ব ১৫ দলে অধিনায়কত্ব করেছেন। ১৬ দলেও একই দায়িত্ব পালন করেছেন। অধিনায়কত্বটা কেমন উপভোগ করেন? অধিনায়কের দায়িত্বটা অনেক বড়। যখন মাঠে থাকি খুব উপভোগ করি। সবার ভাগ্যে তো আসলে এ সুযোগ আসে না। যখন এই দায়িত্বে থাকি। দেশের জন্য আরও ভালো কিছু করতে ইচ্ছা করে। বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলটাকে ভবিষ্যতে কোথায় দেখতে চান? এখন আমরা মোটামুটি ভালো করছি। ইচ্ছা আছে খুব ভালো কিছু করার। বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে সেই স্বপ্ন দেখি। তাহলে আমরা নিজের দেশটাকে আরও উপরে নিয়ে যেতে পারব। করোনা মোকাবিলায় কী কী নিয়ম মেনে চলছেন? মাস্ক ব্যবহার করি। নিয়মিত সাবান দিয়ে হাত ধুই। ফুটবলে তো আপনার অসংখ্য ভক্ত আছে। তাদের এবং দেশবাসীর উদ্দেশে কিছু বলতে চান? সবাই সাবধানে থাকুন। ঘরে থাকুন। অযথা বাইরে গিয়ে ঘোরাঘুরি থেকে বিরত থাকবেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি এই করোনার গ্রাস থেকে মুক্তি পায়।