দুই সিদ্ধান্তে কোনো দুঃখ নেই স্টোকসের

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০ বছরের মধ্যে মাত্র দ্বিতীয়বার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট হারল ইংল্যান্ড। তবে যে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই হারের প্রভাবক বলে মনে করা হচ্ছে তা নিয়ে বেন স্টোকসের কোনো দুঃখ নেই। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন, টস জিতে মেঘাচ্ছন্ন আকাশের নিচে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ঠিকই ছিল। এমনকি ঠিক ছিল ৪৮৫টি টেস্ট উইকেটশিকারি পেসার স্টুয়ার্ট ব্রডকে বাদ দেওয়াও। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফেরা জো রুটের হাতে আগামী বৃহস্পতিবারই অধিনায়কত্ব সঁপে দিতে প্রস্তুত বেন স্টোকস বলেছেন, 'আমি ব্যাট করার সিদ্ধান্তকে সঠিক বলছি। স্কোরবোর্ডে অনেক রান তুলতে পারার যথেষ্টই সামর্থ্য ছিল আমাদের। ম্যাচটির নিয়ন্ত্রণ যেভাবে আমাদের হাতে তুলে নেওয়া উচিত ছিল, সেটি আমরা পারিনি। আর আমরা যদি পেছন ফিরে তাকালে দেখব দুটি ইনিংসেই যেমন অবস্থানে ছিলাম, তাতে আমাদের নিষ্ঠুরভাবে চালিয়ে খেলা উচিত ছিল। আরও ৬০ থেকে ৮০ রান বেশি হলে ম্যাচটি অন্য রকম হতে পারত।'