নিষেধাজ্ঞা উঠে গেল ম্যানসিটির

প্রকাশ | ১৪ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির খেলতে আর কোনো বাধা রইল না। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য দলটিকে নিষিদ্ধ করেছিল উয়েফা, যা তুলে নিয়েছে ক্রীড়ার সর্বোচ্চ আদালত। উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার পেস্নর নিয়ম ভাঙায় ইংলিশ প্রিমিয়ার লিগের গত দুবারের চ্যাম্পিয়নদের এই শাস্তি দিয়েছিল উয়েফা। তবে, কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস (সিএএস) সোমবার এক বিবৃতিতে জানায়, এমন কোনো নিয়ম ভাঙেনি ক্লাবটি। উয়েফার তদন্তে ঠিকমতো সাহায্য না করায় ক্লাবটিকে একই সঙ্গে তিন কোটি ইউরো জরিমানাও করেছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।