অবাক হয়েছিলেন হোল্ডার

প্রকাশ | ১৫ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের হয়ে ১৩৮টি টেস্ট ম্যাচে খেলেছেন। পেয়েছেন পাঁচশর কাছাকাছি উইকেট। আর ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত। সেই স্টুয়ার্ট ব্রডকে সাউদাম্পটন টেস্টে রাখেনি ইংলিশরা। আর তার অভাবটা খুব ভালোভাবেই টের পেয়েছে দলটি। তবে প্রতিপক্ষের অন্যতম সেরা বোলারকে একাদশে না দেখে বেশ অবাকই হয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তবে বোলিং বিভাগে খারাপ করেনি ইংলিশরা। ভুগেছে তাদের ব্যাটিং বিভাগ। অ্যান্ডারসন, আর্চার, উডরা বেশ কঠিন পরীক্ষাই নিয়েছেন ক্যারিবিয়ানদের। কিন্তু তার পরও ব্রডের অভাব রয়েই গেছে। হোল্ডারের ভাষায়, 'ইংল্যান্ড স্টুয়ার্ট ব্রডকে একাদশে রাখেনি দেখে, আমি কিছুটা অবাক হয়েছিলাম। তার রেকর্ড, বিশেষ করে সে দেশের মাটিতে দুর্দান্ত। আমি ভেবেছিলাম তারা আর্চার বা মার্ক উডকে বাদ দেবে। তবে অবশ্যই তারা খুব উচ্চমান সম্পন্ন আক্রমণ চালিয়েছে।'