সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
৯০ হাজার ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম ক্রীড়া প্রতিবেদক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে খেলার জন্য ডাক পেয়েছিলেন তামিম ইকবাল। একটি ফ্র্যাঞ্চাইজি থেকে ৯০ হাজার ডলারের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 'না' বলে দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এর আগে ২০১৩ সিপিএলে সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন তামিম। বেশ কিছু দিক বিবেচনা করে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন তামিম, 'প্রস্তাবটি যথেষ্টই আকর্ষণীয় ছিল। তবে অনেক কিছু ভাবনায় রাখতে হয়েছে আমাকে। প্রথমত, আমাদের দেশের করোনাভাইরাস পরিস্থিতি এখনো খুব ভালো নয়। আমি খেলতে যাওয়ার পর আমার পরিবারের কেউ আক্রান্ত হলে দ্রম্নত ফিরে আসা খুব কঠিন। ক্যারিবিয়ানে ও সারা বিশ্বের বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক নয়। এতসব দুর্ভাবনা নিয়ে কোথাও খেলা সত্যিই খুব কঠিন।' বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও যোগ করেন, 'এছাড়া ঈদের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের খেলা যদি শুরু হয়, সেটিও ভাবতে হয়েছে। কারণ আমার ক্লাব আমাকে ঘিরেই দল ও পরিকল্পনা সাজিয়েছে। সব মিলিয়েই আমি সিপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিপিএলের যে ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আগ্রহী ছিল, তাদেরকে ধন্যবাদ জানিয়েই বলেছি যে, এই পরিস্থিতিতে আমার পক্ষে যাওয়া কঠিন।' রুট ফেরায় জায়গা হারাবেন ডেনলি ক্রীড়া ডেস্ক দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে প্রথম টেস্টে ছিলেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জো রুট। বাইরে থেকে দেখতে হয়েছে দলের হার। ছুটি কাটিয়ে দ্বিতীয় টেস্টেই ফিরছেন তিনি। ইংল্যান্ডের নড়বড়ে মিডল অর্ডার তাই পেতে পারে স্বস্তির বার্তা। রুট না থাকায় সাউদাম্পটন টেস্টে সুযোগ পেয়েছিলেন জ্যাক ক্রাউলি। সুযোগটা দ্বিতীয় ইনিংসে বেশ ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি, খেলেছেন ৭৬ রানের ইনিংস। ওল্ড ট্রাফোর্ড টেস্টে রুট ফিরলেও তাই একাদশে টিকে যাচ্ছেন ক্রাউলি। সাউদাম্পটনে দুই ইনিংসেই বাজেভাবে আউট হওয়া জো ডেনলির ওপরই তাই পড়তে পারে কোপ। ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডের কথাতেও মিলেছে সে আভাস, 'ভালো করতে ভীষণভাবে মুখিয়ে আছে রুট। তবে সে কিছুটা হলেও চাপে থাকবে। জ্যাক (ক্রাউলি) ধারাবাহিকভাবে উন্নতি করছে। সর্বশেষ ইনিংসে বোঝা গেছে ও অনেক পরিণত।' ডেনলি বাদ পড়লেও টানা ব্যর্থতার পরও টিকে যেতে পারেন কিপার ব্যাটসম্যান জস বাটলার। ব্যাটিং ও উইকেটের পেছনে সময়টা খারাপ যাচ্ছে তার। প্রথম টেস্ট ম্যাচ জেতানো ইনিংস খেলা ওয়েস্ট ইন্ডিজের জার্মেইন বস্ন্যাকউডের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। দুই ইনিংসে করেছেন ৩৫ ও ৯ রান।