মিরপুরে অনুশীলনে মুশফিকরা

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রোববার মিরপুরে শুরু হয়েছে সীমিত আকারের অনুশীলন। মাঠের অনুশীলনে নামার সুযোগ পেয়ে মুশফিকুর রহিমের মুখে তৃপ্তির হাসি -ওয়েবসাইট
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন ক্রিকেটাররা। সেই মার্চে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড খেলেই তারা গৃহবন্দি হয়ে পড়েন। এরপর আর মাঠমুখো হতে পারেননি। প্রায় চার মাস পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ফিরেছেন ঢাকায় বসবাসরত আগ্রহী ক্রিকেটাররা। অবশ্য করোনাকাল হওয়ায় স্বাস্থ্যবিধি মেনেই তাদের ব্যক্তিগত অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকজন ক্রিকেটারের আগ্রহের কারণে ২৬ জুলাই পর্যন্ত চার ভেনু্যতে অনুশীলনের অনুমতি দিয়েছে বিসিবি। তবে বেশির ভাগ ক্রিকেটারেরই তাতে আগ্রহ নেই। কড়া স্বাস্থ্যবিধি মেনে সেই অনুশীলন চলবে কড়া সুরক্ষিত পরিবেশে। বলতে গেলে প্রায় লম্বা সময়ই মুশফিকরা সবুজ ঘাসের ছোঁয়া থেকে দূরে ছিলেন। বাসায় টুকটাক ফিটনেস নিয়ে কাজ করেছেন, তবে ব্যাট-বলের অনুশীলন ছিল একেবারেই বন্ধ। বিসিবি অবশ্য তাদের ফেরার আগে কিছু নিয়মনীতিও তৈরি করে দিয়েছিল। সেসব মেনে ক্রিকেটাররা অবশেষে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। রোববার সকাল থেকে দেশের চার ভেনু্যতে ব্যক্তিগত অনুশীলন সারেন ৮ ক্রিকেটার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনে অনুশীলন করেছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম। সোমবার অনুশীলনে নামবেন ইমরুল কায়েস। প্রথম দিন একটু অন্যরকম প্রস্তুতির দেখা মিলল শেরেবাংলা স্টেডিয়ামে রোববারের সকালে। স্টেডিয়ামের মূল প্রবেশ পথে হাতে দেওয়া হলো স্যানিটাইজার। সচেতনতার অংশ হিসেবেই সবার মুখে মাস্ক। চারপাশের প্রায় সবকিছুতেই একটু নতুন সাজের ধাত। অন্য সময়ের তুলনায় বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। পরিচিত ক্রিকেট সাংবাদিকদের একে অন্যের সঙ্গে দেখা-সাক্ষাৎ অনেকদিন পরে। সেই দেখা হওয়ায় উচ্ছ্বাস থাকল, তবে সামাজিক দূরত্বের বিধিবিধানও মানলেন সবাই। সবার চোখ একাডেমির মাঠে। এই সময়টায় দলবদ্ধ অনুশীলনের সুযোগ নেই। তাই অনুশীলনের সবকিছুতেই শুধু ব্যক্তিগত আর ব্যক্তিগত। একা একা দৌড়ালেন। একা একা ইনডোরে অনুশীলনে গেলেন। ব্যাটিংয়েও অংশ নিলেন একাই! বোলার নেই। বোলিং মেশিনের সহায়তায় ব্যাটিং করলেন। অনেক দিনের পরিচিত ড্রেসিংরুমে অনেক দিন পরে বসে মুশফিকও একটু নস্টালজিক হয়ে পড়েন। ফেসবুকে নিজের সেই ছবিও পোস্ট করেন। এদিন সকাল ৯টা থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন। পেসার শফিউল ইসলাম অনুশীলন শুরু করেন সকাল সোয়া ১১টা থেকে। অথচ মাসখানেক আগেও এসব অসম্ভবই মনে হচ্ছিল। বিসিবির কাছে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিকুর রহিমসহ কয়েকজন শীর্ষ ক্রিকেটার। কিন্তু বিসিবি তাতে সায় দেয়নি। স্টেডিয়াম অঙ্গন জীবাণুমুক্ত না থাকায় কোনো প্রকারের ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিবি। তবে সব প্রক্রিয়া শেষ করেই তাদের ফেরানোর ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। এতে করে দেরিতে হলেও মুশফিক মাঠে ফিরতে পেরেছেন। যিনি কি না ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতেও মাঠ ছাড়া থাকতে পারেন না! সেই মুশফিকই রোববার সকাল সাড়ে ৯টায় রানিং শেষে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন। যদিও প্রথম দিনের প্রস্তুতিটা শুরু হয়েছিল মোহাম্মদ মিঠুনকে দিয়েই। প্রায় এক ঘণ্টা ব্যাটিং শেষে বিসিবি একাডেমি মাঠে রানিং করেছেন তিনি। অন্যদিকে জাতীয় দলের পেসার শফিউল ইসলাম দিনের শুরুটা করেছেন রানিং দিয়ে। ঢাকায় বসবাসরত চার ক্রিকেটারের মধ্যে রোববার তিনজন অনুশীলন করেছেন। সোমবার থেকে অনুশীলন শুরু করবেন ইমরুল কায়েস। ইনডোর সুবিধা পেলেও ক্রিকেটাররা আপাতত আউটডোরে অনুশীলন সুবিধা পাবেন না। সূচি অনুযায়ী ক্রিকেটাররা পালাক্রমে এসে এই অনুশীলন চালিয়ে যাবেন। তবে তারা মিরপুর শেরেবাংলার সবুজ চত্বরে রানিং করার সুযোগ পাচ্ছেন। ব্যাটিং অনুশীলন করবেন ইনডোরে। এছাড়া তাদের জিম সুবিধাও দেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করতে হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, 'স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা। বিসিবি অনুশীলন ব্যবস্থাপনার খুঁটিনাটি সবকিছুই গুরুত্ব সহকারে দেখছে। তার প্রমাণ পাওয়া যায় সময়সূচি লক্ষ করলেই। প্রত্যেক ক্রিকেটারের অনুশীলন শেষে নূ্যনতম ২০ মিনিট সময় রাখা হয়েছে জীবাণুনাশক কার্যক্রম চালানোর জন্য।' অনুশীলন শেষ করে এক ভিডিও বার্তায় মোহাম্মদ মিঠুন জানান, দীর্ঘদিন মাঠে না যাওয়ায় একটু জড়তা ভর করেছে তাদের, 'আমরা দীর্ঘ চার মাস পরে আজ মাঠে অনুশীলনের সুযোগ পেয়েছি। তো ব্যাটিং, রানিং সবই একটু কঠিন মনে হচ্ছে। কারণ এতদিন আমরা ইনডোরে ফিট থাকার অনুশীলন করেছি, এখনো বাইরে এসে মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশা করছি প্রতিদিন একটু একটু করে আবার আগের মতোই সব ফিরে পাব।'