সেতিয়েনই ভরসা বার্সার

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কিকে সেতিয়েন নিজেই সন্দিহান ছিলেন, লা লিগা শিরোপা হাতছাড়া হওয়ার পর বার্সেলোনা তাকে আর রাখে কি না। বৃহস্পতিবার নু্য ক্যাম্পে ওসাসুনার কাছে হারের পর বলেছিলেন, 'দলের এই অবস্থার জন্য আমিই দায়ী। তবে আশা করব গ্রীষ্মের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আমরা খেলব অন্যরকম দল হয়ে, যদিও আমি ঠিক জানি না আমার ভাগ্যে আগামী কয়েকদিনের জন্য কী লেখা আছে।' শেষ পর্যন্ত সেতিয়েনকেই আরেকটি সুযোগ দিচ্ছে বার্সেলোনার নির্বাহী বোর্ড। সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সভাপতিত্বে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই মৌসুমের শেষ পর্যন্তই মেসিদের দায়িত্বে থাকবেন রিয়াল বেটিসের সাবেক কোচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগটা জিতে মৌসুমে কিছু পাওয়ার আশায় তার ওপরই আস্থা রাখছে বার্সেলোনা। নু্য ক্যাম্পেই ৮ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলির মুখোমুখি হবেন মেসিরা। ফেব্রম্নয়ারিতে নাপোলির মাঠে প্রথম লেগ ১-১ ড্র করে আসায় কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনায় বার্সেলোনাই একটু এগিয়ে আছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও লিসবনের মাঠে শিরোপা জয়ের পরের পথটা হবে খুব কঠিন। শনিবার দিয়ারিও স্পোর্ত এবং মুন্দো দেপোর্তিভো চ্যাম্পিয়ন্স লিগে সেতিয়েনকেই দায়িত্ব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে জানিয়েছে, তার পারফরম্যান্সের ওপর শ্যেনদৃষ্টি থাকবে ক্লাবের। রোববার বার্সেলোনা তাদের ব্যর্থ লিগ অভিযান শেষ করতে যাচ্ছে আলাভেসের মাঠে ম্যাচ দিয়ে। জয়, ড্র বা হার- ফল যাই হোক না কেন আলাভেস ম্যাচের আর কোনো গুরুত্ব বার্সেলোনার কাছে নেই। তবে জয়টাই মেসিদের কাছে পরম কাঙ্ক্ষিত। কারণ এ ম্যাচের জয় চ্যাম্পিয়ন্স লিগের জন্য বেঁধে দিতে পারে একটা ইতিবাচক ছন্দ। ওসাসুনার কাছে হারের পর ক্ষুব্ধ মেসি কোনো রাখঢাক না রেখে বিরল এক সাক্ষাৎকারে বলেছেন, 'সবগুলো ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদ তাদের কাজটা করেছে- যা অবশ্যই প্রশংসনীয়, তবে আমরাও তাদের লিগ জিততে সাহায্য করেছি।'