ফলোঅন এড়াতে লড়ছে ক্যারিবীয়রা

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বৃষ্টিতে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনের পুরোটাই ভেসে গেলেও চতুর্থ দিনের খেলা যথাসময়ে শুরু হয়েছে। ইংল্যান্ডের করা ৯ উইকেটে ৪৬৯ রানের জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ফলোঅন এড়াতে লড়াই শুরু করেছে। আগের দিনের ১ উইকেটে ৩২ রান নিয়ে খেলা শুরু করে ৪৫.৪ ওভারে ১২৩ রান তুলতেই তারা হারিয়ে বসেছে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে। ফলোঅন এড়াতে এখনো তাদের প্রয়োজন ১৪৭ রান। হাতে আছে ৭টি উইকেট। বিশেষ করে ক্রেইগ ব্র্যাথওয়েটের ব্যাটে দারুণ লড়ছে ক্যারিবীয়রা। এরই মধ্যে সফরকারী এই ওপেনার তুলে নিয়েছেন কাঙ্ক্ষিত হাফ সেঞ্চুরি। আলজেরি জোসেফ (৩২) ও শাই হোপ (২৫) রান করে ফিরে গেছেন সাজঘরে। তবে শামরাহ ব্রম্নকসকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্র্যাথওয়েট। ক্যারিবীয় এই ওপেনার (৬০*) ও ব্রম্নকস (৮*) রান নিয়ে ব্যাট করছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের পক্ষে স্যাম কারেন ২টি ও ডমিনিক বেইস পান ১টি উইকেট। এর আগে আগের দিন দুই সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৯ রান করার পর ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার জন ক্যাম্পবেলকে হারিয়ে ৩২ রান তুলেছিল ক্যারিবিয়ানরা। ৬ রান নিয়ে ক্রেইগ ব্র্যাথওয়েট আর নাইটওয়াচম্যান আলজেরি জোসেফ ১৪ রান নিয়ে খেলছিলেন। চতুর্থ দিনে তাই এই দুজন শুরু করেন খেলা। এর আগে দ্বিতীয় দিনশেষ বিকালে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেট হারিয়ে ৩২। তৃতীয় দিনের খেলা যখন ম্যাচ রেফারি ক্রিস ব্রড বাতিল ঘোষণা করছিলেন, তখনও বোর্ডে এই একই স্কোরই ছিল ওয়েস্ট ইন্ডিজের। বৃষ্টির কারণে সারাদিন অপেক্ষা করেও যখন খেলার পরিবেশ তৈরি হয়নি, তখন দিনের খেলা বাতিল ঘোষণা করেন ম্যাচ রেফারি। তবে প্রথম দিন বৃষ্টির কারণে টস হতে বিলম্ব হয়। খেলা শুরু হতেও বিলম্ব হয়েছিল। যদিও শুরুতে প্রায় এক-দেড় ঘণ্টা খেলা না হলেও পরের সময়টুকু ভালোভাবেই পার হয়েছিল। দ্বিতীয় দিন ছিল বেশ নাটকীয়। ডম সিবলি আর বেন স্টোকসের দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে যখন ওয়েস্ট ইন্ডিজের ওপর চেপে বসেছিল ইংলিশরা, তখন হঠাৎ করেই খেলায় ফেরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।