সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ফেসবুক লাইভ আড্ডায় আসছেন সাকিব-ইমরুল ক্রীড়া প্রতিবেদক বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও ইমরুল কায়েস দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলে আসছেন। দুজনে মিলে এর আগে একটি রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেছেন, যার নাম সাকিব'স ৭৫ রেস্টুরেন্ট। এবার এই রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে লাইভ আড্ডায় আসবেন ইমরুল কায়েস। তার সঙ্গী হিসেবে থাকছেন টাইগার অলরাউন্ডার সাকিবও। রোববার সাকিব-কায়েসের রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। সেখানে দু'জনের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, 'আপনাদের জন্য আসছে দ্বিগুণ ধামাকা। আমাদের সর্বপ্রথম লাইভে আসছেন সাকিব আল হাসান ও ইমরুল কায়েস।' পোস্টে আরও লেখা হয়, 'সকলেই সেরা কিছু মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে নিন। খুব শিগগিরই লাইভের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।' বর্তমানে আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব। অন্যদিকে কুষ্টিয়ায় নিজের বাড়িতে আছেন কায়েস। দেশীয় কোনো প্রতিষ্ঠানের লাইভে এবারই প্রথম আসছেন সাকিব। এর আগে তামিম ইকবালের লাইভে অনেকে তাকে দেখার আশা প্রকাশ করলেও আসেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত জিদান ক্রীড়া ডেস্ক রিয়াল মাদ্রিদে ২০৯ ম্যাচে ১১টি শিরোপা জেতার কৃতিত্ব জিনেদিন জিদানের। রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জেতা কোচ মিগুয়েল মুনোজও যা পারেননি। তিনি ১৪টি ট্রফি জিতেছেন ৬০৫ ম্যাচে। অথচ এমন সাফল্যের পরেও স্প্যানিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত জিদান! চুক্তির এখনও বাকি আরও দুই বছর। কিন্তু জিদান যা বললেন, তাতে এই মৌসুমের পর ক্লাবটিতে তার থাকা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অবশ্য এমন ইঙ্গিত মিলছে তার কথাতেই, 'এখানে আমার একটা চুক্তি আছে। কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না, পরে কী হতে যাচ্ছে।' পরের মৌসুমে কী হতে পারে- এ প্রসঙ্গে জিদান কিছুই বলতে রাজি নন। তবে বর্তমান নিয়ে তিনি খুব আনন্দিত বলেই জানালেন, 'পরের মৌসুমে বা পরের বছর কী হতে যাচ্ছে, এ বিষয়ে আমি কিছুই বলব না। আমার একটা চুক্তি আছে, তাতেই আমি খুশি। এখন যা করছি, তাতেই আনন্দিত। তবে ফুটবলে কখন কী হয়, কেউ বলতে পারে না।' উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচও আসন্ন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে তারা পিছিয়ে আছে ২-১-এ। প্রথম লেগের পর দ্বিতীয় লেগকেও চ্যালেঞ্জিং মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচের, 'আমরা জানি ম্যাচটা কঠিন হবে। প্রথম লেগটাই জটিল ছিল, দ্বিতীয় লেগেও ব্যতিক্রম হবে না। আমরা যেটাই করতে চাই না কেন, এর পরিবর্তন হবে না। তবে আমরা শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব, এতে কোনো সন্দেহ নেই।' তৃতীয় টেস্টে ফিরছেন আর্চার ক্রীড়া ডেস্ক বায়ো-সিকিউর প্রটোকল অমান্য করায় জোফরা আর্চারকে জরিমানা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাশাপাশি তাকে লিখিতভাবে সতর্কও করা হয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন ইংলিশ এই তারকা পেসার। শুক্রবার ইসিবি ক্রিকেট পরিচালক অ্যাশলি জাইলসের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটির শুনানি শেষে আর্চারকে জরিমানা করা হয়। সে সময় তার এজেন্ট ও পেশাদার ক্রিকেটারদের সংগঠনের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরদিন এক বিবৃতিতে ইংলিশ বোর্ড জানিয়েছে, 'গেল সোমবার (১৩ জুলাই) অনুমতি না নিয়ে হোভে নিজের বাড়িতে গিয়ে দলের বাযয়া-সিকিউর প্রোটোকল ভঙ্গ করার কথা স্বীকার করার পর জোফরা আর্চারকে অঘোষিত পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে এবং লিখিতভাবে সতর্ক করা হয়েছে।' আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে বলেছে, জরিমানার অঙ্কটা ৩০ হাজার পাউন্ডের কাছাকাছি। সাউদাম্পটনে প্রথম টেস্ট খেলে দ্বিতীয় টেস্টের ভেনু্য ম্যানচেস্টার যাওয়ার পথে হোভে নিজের বাড়িতে থেমেছিলেন আর্চার। সেখানে প্রায় এক ঘণ্টা সময় কাটিয়ে সিরিজ সংশ্লিষ্ট সবাইকেই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে ফেলেছেন তিনি। তাই গেল বৃহস্পতিবার উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল থেকে বাদ দেওয়া হয় তাকে।