সুযোগ কাজে লাগাতে চান ইমরুল

প্রায় চার মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। ভিন্ন অনুভূতি। খুব ভালো লাগছে। যদিও বাসাতে আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি। কিন্তু ব্যাটিং করার অভ্যাস ছিল না। খুব ভালো লেগেছে। আশা করি এই সুযোগটা কাজে লাগাতে পারব। -ইমরুল কায়েস

প্রকাশ | ২১ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
অনেকদিন পর সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েস -ওয়েবসাইট
চার মাস পর সোমবার মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করলেন ইমরুল কায়েস। করোনা বিরতি কাটিয়ে ব্যাট ধরার আনন্দ ফুটে ওঠে তার চোখেমুখে। দেশে ভাইরাসের প্রকোপ থেকে যাওয়ার পরও অনুশীলন করতে পারাকে অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগার ওপেনার। বিসিবির তালিকা অনুযায়ী ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে চার ক্রিকেটার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম ব্যক্তিগত অনুশীলন করার কথা। রোববার প্রথম দিন ইমরুল ছাড়া বাকি তিনজন অনুশীলন করেছেন। সোমবার বিসিবি থেকে মিডিয়া হাউসগুলোয় যে ভিডিও সরবরাহ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে শুধু বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস ব্যাটিং করছেন। তবে কি এদিন বৃষ্টির কারণে অনুশীলনে যাননি মুশফিকুর রহিম? প্রশ্ন ওঠা স্বাভাবিক। সেই কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন ইমরুল কায়েস। এ বাঁহাতি ওপেনার জানিয়েছেন, 'আজ মুশফিকের প্র্যাকটিস ছিল না। আমাদের সবার অনুশীলনের সূচি করে দেওয়া আছে। কার কবে কখন, রানিং, জিম ও ব্যাটিং?- সেগুলো ঠিক করে দেওয়া আছে। আজ মুশফিকের অফ ডে। মঙ্গলবার আবার অনুশীলন করবে মুশফিক।' মুশফিকের এদিন ছুটি হলেও মোহাম্মদ মিঠুন গতকালও প্র্যাকটিস করেছেন। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান হোম অব ক্রিকেটের ইনডোরে ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন কিছু সময়ের জন্য। এ তথ্যও দিয়েছেন ইমরুল। রোববার মধ্যরাত থেকেই প্রায় সারারাত অঝোরধারায় বৃষ্টি হয়েছে রাজধানী ও তার আশপাশে। ঢাকার আকাশে ভোরের সূর্য দেখা যায়নি এদিন। এর মধ্যে কি আর ব্যক্তিগত অনুশীলন করতে আসবেন ক্রিকেটাররা? বৃষ্টিভেজা একাডেমি মাঠে রানিং করা মানে মাঠের ক্ষতি, নিজেরও ঠান্ডা লেগে যাওয়ার ঝুঁকি। শেষপর্যন্ত সবাইকে অবাক করে ঠিক হোম অব ক্রিকেটে এলেন ইমরুল। শেরেবাংলার একাডেমি মাঠের বৃষ্টিভেজা নরম মাঠে রানিং না করলেও বিসিবির ইনডোরে বোলিং মেশিনে ঠিকই ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার। প্রায় ত্রিশ মিনিট টানা ইনডোরের সবুজ সিনথেটিক টার্ফে নিবিড় ব্যাটিং অনুশীলন করেছেন ইমরুল। এর আগে ৩০ মিনিট জিমেও কেটেছে তার। সামনে ম্যাচের সূচি না থাকায় সময়টাতে স্কিল, ফিটনেসে উন্নতি করতে মরিয়া ইমরুল। শেরেবাংলা স্টেডিয়ামে ঘাম ঝরিয়ে বিসিবির মিডিয়া বিভাগের ভিডিও ব্রিফিংয়ে জানালেন নানা ভাবনার কথা। ইমরুল কায়েস বলেন, 'প্রায় চার মাস পর আসলে ব্যাট ধরলাম, ব্যাটিং করলাম। ভিন্ন অনুভূতি। খুব ভালো লাগছে। যদিও বাসাতে আমরা ওয়ার্কআউট করেছি, রানিং বা জিম করেছি। কিন্তু ব্যাটিং করার অভ্যাস ছিল না। খুব ভালো লেগেছে। আশা করি এই সুযোগটা কাজে লাগাতে পারব।' 'এখন একটা বিরতি আছে তাতে আমরা স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করতে পারব। আমার মনে হয় ভালো সময় খেলোয়াড়দের জন্য, যদি আমরা সময়টা কাজে লাগাতে পারি। তাহলে স্কিল ও ফিটনেসের দিক দিয়ে আরেকধাপ এগিয়ে যেতে পারব।' ঢাকা প্রিমিয়ার লিগ বন্ধ হওয়ার পর ১২০ দিনের বেশি হয়ে গেছে। ব্যাটিং করা বহু দূরে, ব্যাটই হাতে ধরেননি। মঙ্গলবার শেরেবাংলার ইনডোরে ব্যাট হাতে নিয়ে অন্যরকম ভালো লাগায় আচ্ছন্ন ইমরুল। নিজের চেনা ভুবনে ফেরার আনন্দ স্পষ্ট বোঝা গেল তার কণ্ঠে। সে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমরুল বলেন, 'সত্যি অদ্ভুত এক ভালো লাগা। আমার মনে পড়ে না, ক্যারিয়ারের গত ১২-১৪ বছরে কখনো ১০ দিনের বেশি ব্যাটিং ছাড়া ছিলাম কি না। ওই ১০-১২ দিন ব্যাটিং না করলেও কেমন দম বন্ধ লাগত। আর এবার চার মাস পর আজ প্রথম ব্যাটিং করলাম। সত্যি খুব ভালো লাগছে। এ যেন আপন ভুবনে ফেরা।' এদিকে অনেকদিন পর ব্যাটিং করতে নেমে ভালো লাগার পাশাপাশি খানিক ভোগান্তির শিকারও হতে হয়েছে। যেহেতু দীর্ঘদিন ব্যাটই হাতে নেননি, ফলে ব্যাটিংয়ের সময় হাতের আঙুলে খানিক ফোসকা পড়ে গেছে। তাই ৩০ মিনিটের বেশি ব্যাটিং করা সম্ভব হয়নি। এর বাইরে বৃষ্টি অনুশীলনে কোন বাধা হয়ে দাঁড়ায়নি বলে জানিয়েছেন ইমরুল। তিনি বলেন, 'নাহ্‌, সমস্যা হয়নি। কারণ আমার অনুশীলন সূচিতে আজ রানিং ছিল না। সকাল দশটা থেকে জিম ছিল, এসেই জিমে গিয়ে আধ ঘণ্টা জিমওয়ার্ক করে ইনডোরে চলে গেছি ব্যাটিং অনুশীলনে।' রোববার থেকে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। প্রথমদিন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম অনুশীলন করেছেন হোম অব ক্রিকেটে। সোমবার যোগ দেন ইমরুল। চার ক্রিকেটার আগামী এক সপ্তাহ টানা অনুশীলন করবেন।