সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২১ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
অনুশীলনে হতাশ নাঈম হাসান ক্রীড়া প্রতিবেদক ঢাকা, খুলনা ও সিলেটে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনটি ভালোয় ভালোয় কাটলেও দ্বিতীয় দিনে ঢাকার সঙ্গে বন্দর নগরীতে বাগড়া বসিয়েছে প্রকৃতি। বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে নামতে পারেননি স্পিনার নাঈম হাসান। বলার অপেক্ষা রাখে না, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুধু এ অফ স্পিনারের একার অনুশীলন করার কথা ছিল; কিন্তু ভারিবর্ষণে সোমবার আর তার পক্ষে মাঠে নামা সম্ভব হয়নি। চট্টগ্রামের কিওরেটর জাহিদ রেজা বাবু জানিয়েছেন, বন্দর নগরীতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি থাকলে মঙ্গলবারও নাঈমের পক্ষে মাঠে অনুশীলনে নামা সম্ভব নয়। এদিকে নাঈমের কণ্ঠে আক্ষেপ, 'আমিতো বাসার সামনেই রানিং করছি। রানিংটা আমার ভালোই হচ্ছে। যতটুকু দরকার, ততটা দৌড়াতে পারছি বাসার কাছেই। আর জিমওয়ার্ক বাসাতেই চলছে। কিছু জিমের সামগ্রী আছে ঘরে। তাতে জিমওয়ার্ক মানে ফিজিক্যাল ট্রেনিংটা ভালোই হচ্ছে।' স্কিল ট্রেনিং করতেই স্টেডিয়াম যেতে চেয়েছিলেন নাঈম। তিনি বলেন, 'আসলে আমি স্টেডিয়ামে যেতে চাই বোলিং প্র্যাকটিস করতে। স্কিল ট্রেনিংটাই আমার খুব দরকার। ৪ মাস হয়ে গেছে, বল ধরাই হচ্ছে না। বোলিং আর ব্যাটিংটাই আসল। আমি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গিয়ে মূলত বোলিং প্র্যাকটিস করতে মুখিয়ে ছিলাম; কিন্তু আজ যে বৃষ্টি হয়েছে, তাতে মাঠে নামার উপায়ই ছিল না। নেটে বোলিং করার তো প্রশ্নই আসে না।' দীর্ঘদেহি অফস্পিনার নাঈমের আশা পূরণ হতে হয়তো আরও এক-দুদিন লেগে যেতে পারে। কারণ বৃষ্টি কমে গেলেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের সামনের নেটে বোলিং অনুশীলন করার মতো অবস্থা থকবে কি না বলা কঠিন।