অনুশীলনে বাড়ছে ক্রিকেটার

প্রকাশ | ২২ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
যদিও এটা জাতীয় দলের কার্যক্রম না। এখন রাজধানী ঢাকার মিরপুরে শেরেবাংলা, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী, খুলনার শেখ নাসের ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে যে ১০ ক্রিকেটার অনুশীলন করছেন, সেটা সম্পূর্ণ তাদের নিজেদের ইচ্ছায়। ক্রিকেট অপারেশন্স তথা বিসিবি শুধু তাদের স্টেডিয়ামে গিয়ে রানিং, জিম করা ও ব্যাটিং-বোলিং প্র্যাকটিসের সুযোগটা করে দিয়েছে। আনুষঙ্গিক সুযোগ-সুবিধা মানে অবকাঠামোর জোগানও দেওয়া হয়েছে। মঙ্গলবার মিলে তিন দিন হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ক্রিকেটারদের ইচ্ছাধীন এ অনুশীলনে সম্ভাব্য সবরকম সহযোগিতা করলেও বিসিবি থেকে কোনো ক্রিকেটারকে এ ব্যক্তিগত অনুশীলনের জন্য বলা হয়নি। তবে তাদের সবরকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার পাশাপাশি পুরো প্র্যাকটিস সিডিউল বোর্ডেরই করা। ক্রিকেটাররা একজন অন্যজনের শারীরিক স্পর্শে না এসে, যাতে নিরাপদে ও নির্বিঘ্নে অনুশীলন করতে পারেন, তাদের কার কবে, কখন কী অনুশীলন- সবই বোর্ড থেকে রোস্টার করা হয়েছে। এদিকে ভেতরের খবর, উৎসাহী ক্রিকেটারের সংখ্যা আরও বাড়ছে। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, মেহেদি হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদের সাথে আরও দুজন ক্রিকেটার যোগ হতে যাচ্ছেন। বিসিবি সূত্রে জানা গেছে, সোমবার রাতে বোর্ডের রোস্টারে আরও দুটি নাম যুক্ত হয়। দুজনই পেসার। একজন তাসকিন আহমেদ। অন্যজন মেহেদি হাসান রানা। জাতীয় দলের দ্রম্নতগতির বোলার তাসকিন বৃহস্পতিবার প্রথম অনুশীলন করবেন। ওইদিন সকাল সাড়ে ১১টা থেকে সিডিউল শুরু তাসকিনের। অন্যদিকে উঠতি পেসার মেহেদি রানা মঙ্গলবার অনুশীলনে যুক্ত হয়েছেন। শেরেবাংলার একাডেমি মাঠে রানিংও করেছেন। এছাড়া সোমবার বিশ্রামে থাকার পর গতকাল আবার প্র্যাকটিসে এসেছিলেন মুশফিকুর রহিম।