রোনালদোর রেকর্ডের রাত

প্রকাশ | ২২ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইতালিয়ান সিরি'আতে শিরোপার কাছে গিয়ে খেই হারিয়ে ফেলেছিল জুভেন্টাস। জয়ের দেখা পায়নি গত তিন ম্যাচে। অবশ্য রেকর্ড গড়ে সেই জুভেন্টাসকেই জয়ের ধারায় ফিরিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোমবার রাতে লাজিওকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। সোমবার রাতে জোড়া গোলের পর সিরি'আতে পর্তুগিজ যুবরাজের গোল গিয়ে দাঁড়িয়েছে ৫১। এতে করে সিরি'আ, লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদোই প্রথম খেলোয়াড়, যার প্রতিটি লিগে ৫০টিরও বেশি গোল রয়েছে। এমনকি সিরি'আয় দ্রম্নততম ৫০ গোলের রেকর্ডটিও এখন তার। এই রেকর্ড করতে ৬১ ম্যাচ লেগেছে তার। পেছনে ফেলেছেন এসি মিলান কিংবদন্তি শেভচেঙ্কোকে। যার ৫০ গোল করতে লেগেছিল ৬৮ ম্যাচ। আর এই মাইলফলকের ফলে সিরি'আয় এই মৌসুমের রোনালদোর গোল দাঁড়িয়েছে ৩০টি। যৌথভাবে তার সঙ্গে আছে ইমোবিলে। অবশ্য জুভেন্টাসের হয়ে এত গোলের দৃষ্টান্ত খুব বেশি নেই। লাজিওর বিপক্ষে দুই গোল করে সিরি'আতে এই মৌসুমের রোনালদোর গোল দাঁড়িয়েছে ৩০টি। যৌথভাবে তার সঙ্গে আছে ইমোবিলে। জুভেন্টাসে রোনালদো মাত্র তৃতীয় খেলোয়াড়, যিনি ৩০টি গোল করেছেন। একই সঙ্গে আরেকটি কীর্তি গড়ারও অপেক্ষায় আছেন। ২০০৭-০৮ সালের পর প্রথম জুভেন্টাস খেলোয়াড় হিসেবে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে আছেন তিনি।