ইনডোর অনুশীলনে টাইগাররা

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ভরা বর্ষায় অবিরত ঝরছে বৃষ্টি। এমন দিনে ঘরে বসে থাকাই আরামদায়ক। ব্যক্তিগত অনুশীলন হওয়ায় মুশফিকুর রহিমের মাঠে যাওয়ার বাধ্যবাধকতাও ছিল না। কিন্তু তারপরও মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে এসে বৃষ্টিতে ভিজে দৌড়ালেন। পরে দুই হাত প্রসারিত করে অন্যরকম এক সুখ খুঁজে পেলেন তিনি -ওয়েবসাইট
ক্রীড়া ডেস্ক শ্রাবণের টানা বর্ষণে চতুর্থ দিনেও আউটডোর অনুশীলন করতে পারেননি টাইগার ক্রিকেটাররা। বৃষ্টির দাপটে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবন মাঠে পানি জমে যাওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো এদিনও ইনডোরেই ব্যক্তিগত অনুশীলন সারতে হয়েছে। প্রথম পর্বের এক সপ্তাহের এই অনুশীলন চলবে ২৬ জুলাই পর্যন্ত। করোনাকালে ক্রিকেটারদের আগ্রহের পরিপ্রেক্ষিতে গত রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসহ দেশের আরও তিন ভেনু্য- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশেষ করে শ্রাবণের ঝুম বৃষ্টিতে গত পরশু ইনডোরেই ব্যক্তিগত অনুশীলন সারতে হয়েছিল ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনকে। শেরেবাংলার ইনডোরে ব্যাটিং ও জিমে ফিটনেস অনুশীলনে ঘাম ঝরিয়েছিলেন এই দুই টাইগার। পরদিন শ্রাবণের বারিধারা অব্যাহত থাকলেও তা মাথায় নিয়েই মিরপুর জাতীয় একাডেমি মাঠে বিসিবির সূচি অনুযায়ী রানিং করেছিলেন মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, ইমরুল কায়েস ও মেহেদী হাসান রানা। কিন্তু বুধবার বৃষ্টির প্রাবল্যতায় মাঠে পানি জমে যাওয়ায় রানিং সম্ভবপর হয়ে ওঠেনি। দ্বিতীয় দিনের মতো চতুর্থ দিনেও স্রেফ ইনডোরে অনুশীলন করেই তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। যদিও বিসিবির সূচি অনুযায়ী বুধবার অনুশীলনের কথা ছিল ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান রানার। কিন্তু করেছেন দুজন। পারিবারিক কারণে ব্যস্ত থাকায় এদিন আসতে পারেননি ইমরুল কায়েস। বুধবার দিনের অনুশীলনের শুরুটা করেছেন মেহেদী হাসান রানা। সূচি অনুযায়ী সকাল ৯টায় বিসিবির জিমনেশিয়ামে আধা ঘণ্টা ফিটনেস নিয়ে কাজ করেছেন। এদিকে, মোহাম্মদ মিঠুনের এদিন কোনো জিম সেশন ছিল না। ছিল কেবল রানিং ও ব্যাটিং। অবশ্য দুটোই করেছেন, তবে ইনডোরে। একাডেমির মাঠে পানি জমে যাওয়ায় বিসিবির বিশেষ ব্যবস্থাপনায় জিমের ভেতরেই করেছেন আধা ঘণ্টার রানিং। রানিং সেশন শেষে ইনডোরে প্রায় দেড় ঘণ্টা করেছেন ব্যাটিং অনুশীলন। ভরা বর্ষায় অবিরত ঝরছে বৃষ্টি। এমন দিনে ঘরে বসে থাকাই আরামদায়ক। ব্যক্তিগত অনুশীলন হওয়ায় মুশফিকুর রহিমের মাঠে যাওয়ার বাধ্যবাধকতাও ছিল না। কিন্তু তিনি তো মাঠে গেলেনই, বৃষ্টিতে ভিজে দৌড়ালেনও। সেই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এই ব্যাটসম্যান। যদিও মিরপুরের আকাশ কালো মেঘে ঢাকা ছিল। মাঝে-মাঝে ঝমঝমিয়ে পড়েছে বৃষ্টি। খানিক পরে আবার শান্ত। তবুও বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন করেছেন মুশফিক। রোববার থেকে দেশের চার ভেনু্যতে ৯ ক্রিকেটারকে স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় বিসিবি। এতে করে চার মাসের স্থবিরতার পর শুরু হয় দেশের ক্রিকেটীয় কার্যক্রম। তাদের সঙ্গে পরদিন খুলনায় যোগ দেন মেহেদী হাসান মিরাজ। ঢাকায় যোগ দিচ্ছেন পেসার মেহেদী হাসান রানা ও তাসকিন আহমেদ। মঙ্গলবার নিজের দ্বিতীয় দিনের অনুশীলনে এসে বৃষ্টির মধ্যেও রানিং করেছেন মুশফিক। সেই ভিডিও নিজের ফেসবুক পাতায় দিয়ে লিখেছেন, 'বৃষ্টি... কোনো অজুহাত নয়। কেবল প্রস্তুত হও আর দৌড়াও।' মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যানদের রানিং ও জিমের পাশাপাশি ইনডোরে ব্যাটিং অনুশীলনের সুযোগ আছে। থ্রো ডাউন ও বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনের সুযোগ পুরোটাই নিচ্ছেন মুশফিকরা। মিরপুরে অনুশীলন আরও চালিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস, শফিউল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন। সিলেটে নির্দিষ্ট সময় অনুযায়ী জিম ও রানিং করছেন সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। চট্টগ্রামে অফ স্পিনার নাঈম হাসান অনুশীলন করছেন একা একা। খুলনায় প্রথম দিন থেকে অনুশীলন সেরেছেন নুরুল হাসান সোহান ও মাহাদি হাসান। ২৬ জুলাই পর্যন্ত চলবে তাদের প্রথম দফার ব্যক্তিগত অনুশীলন।