পাকিস্তান দলে ফিরলেন আমির

প্রকাশ | ২৩ জুলাই ২০২০, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরকে 'না' বলেছিলেন মোহাম্মদ আমির। তবে সম্ভাব্য তারিখের আগেই দ্বিতীয়বার বাবা হয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। তাই ইংল্যান্ড সফরে যেতে আর কোনো সমস্যা নেই তার। এরমধ্যে পেসার হারিস রউফের করোনা পরীক্ষার ফল বারবার 'পজিটিভ' আসায় তার জায়গায় টি২০ দলে ফিরেছেন মোহাম্মদ আমির। অভিজ্ঞ এই বাঁহাতি পেসার এখন ইংল্যান্ড যাওয়ার অপেক্ষায়। এ সপ্তাহেই হয়তো উড়ে যাবেন যুক্তরাজ্যে, তার আগে অবশ্য দুইবার করোনা পরীক্ষায় হতে হবে 'নেগেটিভ'। সোমবার তার প্রথম দফার পরীক্ষা হয়েছে, দুদিন পর হবে আরেকটি কোভিড-১৯ পরীক্ষা। প্রথম পরীক্ষার ফল 'নেগেটিভ' এলে আমিরকে রাখা হবে লাহোরের জীবাণুমুক্ত পরিবেশে। ইংল্যান্ড সফরে তিন টেস্টের সঙ্গে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতে টেস্ট থেকে অবসর নেওয়া আমির খেলবেন শুধু টি২০ সিরিজ।